Thursday, August 28, 2025

ভ্যাকসিনের অভাব মেটাতে অন্য সংস্থাকেও টিকা তৈরির ফর্মুলা দিক কেন্দ্র, দাবি কেজরির

Date:

দেশে চরম অভাব দেখা দিয়েছে করোনা ভ্যাকসিনের৷ এই অভাব মেটাতে কেন্দ্রকে বিশেষ পরামর্শ দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।

কেজরিওয়ালের দাবি, এই মুহুর্তে করোনার টিকা (Covid vaccine) তৈরি করছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং ভারত বায়োটেক৷ মাত্র দু’টি সংস্থার পক্ষে দেশের প্রতিটি মানুষের জন্য ভ্যাকসিন তৈরি করা অসম্ভব৷ প্রত্যেক ভারতীয়ের টিকা পাওয়ার অধিকার আছে।” কেন্দ্রের কাছে কেজরি’র দাবি, “ওই দুই সংস্থার কাছ থেকে ভ্যাকসিনের ফর্মুলা নেওয়া হোক। কেন্দ্রীয় সরকার সেই ফর্মুলা একাধিক সংস্থার হাতে তুলে দিক। এর ফলে খুব দ্রুত দেশে ভ্যাকসিনের ঘাটতি মিটে যাবে৷ মৃত্যু মিছিল থামাতে জরুরি ভিত্তিতে এ বিষয়ে পদক্ষেপ করুক মোদি সরকার”৷

আপাতত দু’ ধরনের টিকা ভারতে তৈরি হচ্ছে, ‘কোভিশিল্ড'(Covishield) এবং ‘কোভ্যাক্সিন’
(Covaxin)৷ যথাক্রমে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং ভারত বায়োটেক সংস্থা এই দুই ভ্যাকসিন তৈরি করছে৷

মঙ্গলবার কেজরিওয়াল বলেছেন, কেন্দ্রীয় সরকার এই দুই সংস্থার কাছ থেকে টিকা তৈরির ফর্মুলা নিয়ে নিক। তারপর সব কিছু খতিয়ে দেখে, যেসব সংস্থা সুরক্ষিতভাবে টিকা তৈরি করতে পারবে, তাদের হাতে দেওয়া হোক ভ্যাকসিনের ফর্মুলা৷ একাধিক যোগ্য সংস্থাকে ভ্যাকসিন তৈরির অনুমতি দেওয়া হলে, স্বল্পদিনেই দেশে মিটে যাবে ভ্যাকসিন সংকট৷ একইসঙ্গে কেজরি বলেছেন, “প্রয়োজনে করোনা- ভ্যাকসিনের রয়্যালটি বাবদ সেরাম ও ভারত বায়োটেককে টাকাও দিতে পারে সংস্থাগুলি”।
দিল্লির মুখ্যমন্ত্রীর বক্তব্য, “এই কঠিন পরিস্থিতিতে কেন্দ্রের এই কাজ করার অধিকার আছে। দেশের যত সংস্থা টিকা তৈরি করতে সক্ষম, তাদের টিকা তৈরির নির্দেশ দিক কেন্দ্র৷ প্রত্যেক ভারতীয়ের টিকা পাওয়ার অধিকার আছে।”

আরও পড়ুন:১ জুন থেকে শুরু হচ্ছে না মাধ্যমিক পরীক্ষা, জানাচ্ছে পর্ষদ

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version