Monday, May 19, 2025

ভ্যাকসিনের অভাব মেটাতে অন্য সংস্থাকেও টিকা তৈরির ফর্মুলা দিক কেন্দ্র, দাবি কেজরির

Date:

দেশে চরম অভাব দেখা দিয়েছে করোনা ভ্যাকসিনের৷ এই অভাব মেটাতে কেন্দ্রকে বিশেষ পরামর্শ দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।

কেজরিওয়ালের দাবি, এই মুহুর্তে করোনার টিকা (Covid vaccine) তৈরি করছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং ভারত বায়োটেক৷ মাত্র দু’টি সংস্থার পক্ষে দেশের প্রতিটি মানুষের জন্য ভ্যাকসিন তৈরি করা অসম্ভব৷ প্রত্যেক ভারতীয়ের টিকা পাওয়ার অধিকার আছে।” কেন্দ্রের কাছে কেজরি’র দাবি, “ওই দুই সংস্থার কাছ থেকে ভ্যাকসিনের ফর্মুলা নেওয়া হোক। কেন্দ্রীয় সরকার সেই ফর্মুলা একাধিক সংস্থার হাতে তুলে দিক। এর ফলে খুব দ্রুত দেশে ভ্যাকসিনের ঘাটতি মিটে যাবে৷ মৃত্যু মিছিল থামাতে জরুরি ভিত্তিতে এ বিষয়ে পদক্ষেপ করুক মোদি সরকার”à§·

আপাতত দু’ ধরনের টিকা ভারতে তৈরি হচ্ছে, ‘কোভিশিল্ড'(Covishield) এবং ‘কোভ্যাক্সিন’
(Covaxin)৷ যথাক্রমে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং ভারত বায়োটেক সংস্থা এই দুই ভ্যাকসিন তৈরি করছে৷

মঙ্গলবার কেজরিওয়াল বলেছেন, কেন্দ্রীয় সরকার এই দুই সংস্থার কাছ থেকে টিকা তৈরির ফর্মুলা নিয়ে নিক। তারপর সব কিছু খতিয়ে দেখে, যেসব সংস্থা সুরক্ষিতভাবে টিকা তৈরি করতে পারবে, তাদের হাতে দেওয়া হোক ভ্যাকসিনের ফর্মুলা৷ একাধিক যোগ্য সংস্থাকে ভ্যাকসিন তৈরির অনুমতি দেওয়া হলে, স্বল্পদিনেই দেশে মিটে যাবে ভ্যাকসিন সংকট৷ একইসঙ্গে কেজরি বলেছেন, “প্রয়োজনে করোনা- ভ্যাকসিনের রয়্যালটি বাবদ সেরাম ও ভারত বায়োটেককে টাকাও দিতে পারে সংস্থাগুলি”।
দিল্লির মুখ্যমন্ত্রীর বক্তব্য, “এই কঠিন পরিস্থিতিতে কেন্দ্রের এই কাজ করার অধিকার আছে। দেশের যত সংস্থা টিকা তৈরি করতে সক্ষম, তাদের টিকা তৈরির নির্দেশ দিক কেন্দ্র৷ প্রত্যেক ভারতীয়ের টিকা পাওয়ার অধিকার আছে।”

আরও পড়ুন:১ জুন থেকে শুরু হচ্ছে না মাধ্যমিক পরীক্ষা, জানাচ্ছে পর্ষদ

Related articles

বাংলাদেশকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়ন ভারত

রুদ্ধশ্বাস লড়াইয়ে বাংলাদেশকে হারিয়ে অনুর্দ্ব-১৯ সাফকাপ(U-19 SAFF CUP) চ্যাম্পিয়ন ভারত। পেনাল্টিতে বাংলাদেশকে ৪-৩ গোলে হারাল মেন ইন ব্লুজ...

রাম-রাম রাজনীতির বোঁড়ে অভয়ার বাবা-মা! আচমকাই হাজির শিক্ষক আন্দোলন মঞ্চে

রাজ্য সরকার অপরাধীকে গ্রেফতার করে তার সর্বোচ্চ শাস্তির পথ সুগম করেছিল। আদালতে বিচারাধীন এই মামলা এখনও বিচার দিতে...

খুশির আবহ দার্জিলিং চিড়িয়াখানায় ! দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম দিল “রের”

সুখবর দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা থেকে। স্নো-লেপার্ড ‘রের’ এবং ‘নামকা’-র ঘরে এসেছে নতুন অতিথি। ১৩ মে রাতে ওই...

বীর সেনাদের প্রতি শ্রদ্ধা! তৃণমূলের শহিদতর্পণ কর্মসূচির দ্বিতীয় দিনে ব্যাপক সাড়া রাজ্যে 

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও শহিদদের আত্মার শান্তি কামনায় রাজ্যজুড়ে পালিত হল তৃণমূল...
Exit mobile version