Wednesday, December 31, 2025

ফের শিরোনামে দেব, কোভিড-আক্রান্তের নিজের রেস্তোরাঁ থেকে বিনামূল্যে খাবার

Date:

Share post:

ফের শিরোনামে দেব৷

এবার নিজের রেস্তোরাঁ থেকে করোনা (Corona) আক্রান্তদের বিনামূল্যে খাবার দিচ্ছেন তৃণমূলের এই তারকা- সাংসদ৷

এক টুইটে নিজের এই নতুন উদ্যোগের কথা জানিয়ে দেব (DEV) লিখেছেন, “আমাদের টিম ‘টলি টেলস’ ( ‘টলি টেলস’ দেবের রেস্তোরাঁর নাম) এবং সর্দারনি পরমজিৎ কউর মেডিক্যাল ট্রাস্ট যৌথভাবে করোনা আক্রান্তদের জন্য বিনামূল্যে খাবার (Free Lunch for Covid positive people ) দেওয়ার ব্যবস্থা করেছি। আমরা প্রথমদিন ৫০টি মিল বিতরণ করছি। আগামী দিনে চাহিদা অনুযায়ী এর পরিমাণ আরও বাড়ানো হবে। আপনারা প্রয়োজন হলে ‘টলি টেলস’-এর এই পরিষেবা নিতে পারেন।”

সোমবার থেকেই এই পরিষেবা চালু হয়েছে৷ দেব জানিয়েছেন, ‘টলি টেলস’-এর খাবার বিতরণের কেন্দ্র থেকে প্রতিদিন দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত কোভিড আক্রান্তদের জন্য লাঞ্চ নেওয়া যাবে। সঙ্গে রেস্তোরাঁর ঠিকানাও দেওয়া হয়েছে।

গত বছর অতিমারির সময়ে কোনও ঢাকঢোল না পিটিয়েই নিজের লোকসভা কেন্দ্র ঘাটালে করোনা আক্রান্তদের আত্মীয় পরিজনদের জন্য বিনা খরচে খাবারের ব্যবস্থা করেছিলেন দেব। অসংখ্য পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরার বন্দোবস্ত করেছিলেন ৷ এবারের ভোট প্রচারেও মঞ্চে উঠে প্রথমেই সকলকে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন। বলেছেন, “আগে মানুষের জীবন তারপর ভোট”৷ এ ছাড়াও সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়ে ধারাবাহিকভাবে মানুষকে সতর্ক করে গিয়েছেন।

আরও পড়ুন:শহরজুড়ে মুষলধারে বৃষ্টি, ভিজল বঙ্গের একাধিক জেলা

Advt

 

spot_img

Related articles

২০২৬-এর ভোটে আবাসনের মধ্যেই বুথ! প্রস্তুতি শুরু কমিশনের

আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের একাধিক আবাসনের মধ্যেই ভোটগ্রহণ কেন্দ্র তৈরির প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন।...

মৃত্যুতে অভিযুক্ত জ্ঞানেশ: FIR-এর তদন্তের ‘হুঁশিয়ারি’ নির্বাচন কমিশনের!

নির্বাচন কমিশনের অপরিকল্পিত এসআইআর ঘোষণায় রাজ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ৫০ জন। তাঁদের মধ্যে কেউ ভোটার, কেউ বিএলও। মৃত্যুতে...

এলটিসি সফরে বড় ছাড়, আন্দামান যেতে বিমানযাত্রার অনুমতি রাজ্য কর্মচারীদের

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য লিভ ট্রাভেল কনসেশন (LTC) সংক্রান্ত নিয়মে গুরুত্বপূর্ণ ছাড় দিল অর্থ দফতর। এতদিন আন্দামান ও...

নিরাপত্তা উদ্বেগে সুন্দরবনের দু’টি সেতুর জরুরি সংস্কারে ছাড়পত্র রাজ্যের

নিরাপত্তাজনিত উদ্বেগের প্রেক্ষিতে সুন্দরবনের দু’টি গুরুত্বপূর্ণ সেতুর জরুরি সংস্কার ও মেরামতির পরিকল্পনায় অনুমোদন দিল রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রে...