শহরজুড়ে মুষলধারে বৃষ্টি, ভিজল বঙ্গের একাধিক জেলা

দুপুরেই শহরজুড়ে মুষলধারে নামল বৃষ্টি। বৃষ্টিতে ভিজল বঙ্গের একাধিক জেলা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলো কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায়। আজকের বৃষ্টি রাজ্যবাসীকে অনেকটাই স্বস্তি দিচ্ছে। বেশ কিছুদিন ধরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে চলছে  বৃষ্টি। দুপুরের পরে কালো মেঘে ঢাকছে আকাশ। যদিও মঙ্গলবারের আগে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় তেমন বৃষ্টি হয়নি।

আরও পড়ুন-করোনা সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে রাজ্যে চালু কোভিড অ্যাপ

আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, মঙ্গলবার কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Advt

Previous article১২ থেকে ১৫ বছর বয়সীদের দেওয়া যাবে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন
Next articleচিনের হুঁশিয়ারি, কোয়াডে যোগ দিলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হবে