দমদমে দুই চিকিৎসক বোনকে নিগ্রহ প্রতিবেশীর

এই একুশ শতকেও প্রতিনিয়ত আমাদের সমাজে নিন্দনীয় এবং ঘৃণ্য ঘটনা ঘটে চলেছে। যেমন সম্প্রতি ঘটল দমদমে । ২ চিকিৎসক বোন (doctor sisters ) তাঁদের প্রতিবেশীদের হাতেই দিনের-পর-দিন লাঞ্চিত হতে হতে একদিন তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছল। দুই চিকিৎসক বোনকেই শারীরিকভাবে নিগ্রহর শিকার হতে হল প্রতিবেশীদের হাতেই। আক্রান্ত হলেন দুই চিকিৎসক বোন। কী ঘটেছিল? ঋতুপর্ণা বিশ্বাস, দীপান্বিতা বিশ্বাস । দমদম মল রোডের বাসিন্দা। দুই বোন দু’জনই চিকিৎসক। অভিযোগ, চিকিৎসক দুই বোনকে ঘটি ছুঁড়ে মারা হয়। মেরেছেন ওই একই আবাসনের এক বাসিন্দা অনিতা জায়সাওয়াল। অভিযোগ চিকিৎসক দুই বোনের এক বোনকে রোজ হাসপাতালে যাওয়ার সময় অনিতা জায়সাওয়াল নানা ভাবে অপমান করতেন। আর আজকে তাঁরা দুই বোন এক সঙ্গেই লিফটে করে নামছিলেন। আজকেও একই অবস্থা হয়। সেই সময় তারা প্রতিবাদ করলে তাদের ঘটি ছুড়ে মারা হয়। এরপরই দমদম থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছেন জয়সাওয়াল দম্পতি।

Previous article১ জুন থেকে শুরু হচ্ছে না মাধ্যমিক পরীক্ষা, জানাচ্ছে পর্ষদ
Next articleভ্যাকসিনের অভাব মেটাতে অন্য সংস্থাকেও টিকা তৈরির ফর্মুলা দিক কেন্দ্র, দাবি কেজরির