করোনার কোপ শেয়ারবাজারে, ৪৭১ পয়েন্ট নামল সেনসেক্স

🔹সেনসেক্স ৪৮,৬৯০.৮০ (⬇️ -০.৯৬%)

🔹নিফটি ১৪,৬৯৬.৫০ (⬇️ -১.০৪%)

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির প্রভাব ফের নেমে এলো দেশের শেয়ারবাজারে। গত কয়েকদিন ধরে কঠিন পরিস্থিতিতে মাঝে শেয়ারবাজার উঠলেও মঙ্গলবার ধাক্কা খায় বাজার। এরপর বুধবারও সেই ধারা অব্যাহত রইল। এদিন বাজার বন্ধ হওয়ার পর দেখা গেল ৯৮৩ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক। একই রকমভাবে পতন ঘটেছে নিফটিরও। টানা যেভাবে শেয়ার বাজারে পতন ঘটছে তাতে উদ্বিগ্ন বিনিয়োগকারীরা। যদিও পরিস্থিতি সামাল দিয়ে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন:করোনা ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবিলায় ৮ সপ্তাহের কড়া লকডাউন, সুপারিশ ICMR প্রধানের

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -৪৭১.০১ পয়েন্ট বা -০.৯৬ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৪৮,৬৯০.৮০। এনএসই নিফটি (NSE Nifty) নেমেছে -১৫৪.২৫ পয়েন্ট বা -১.০৪ শতাংশ নেমে হয়েছে ১৪,৬৯৬.৫০। যদিও টানা কয়েক দিনে যেভাবে শেয়ারবাজারের বৃদ্ধি হয়েছে তারপর এই ধাক্কা সামাল দিয়ে বাজার ফের ঘুরে দাঁড়াবে বলেই মনে করছেন বিনিয়োগকারীরা।

Advt

Previous articleবাড়ি-বাড়ি গিয়ে টিকাকরণ হলে বাঁচত অনেক প্রাণ, প্রবীণদের টিকাকরণ নিয়ে কেন্দ্রকে তোপ বম্বে হাই কোর্টের
Next articleপ্রিয় প্রধানমন্ত্রী, কিছু করুন! ১২ বিরোধী দলের ন’দফা পরামর্শ