অসমে এই প্রথম মহিলা অর্থমন্ত্রী, দায়িত্ব পেলেন অজন্তা নিয়োগ

অসমের ইতিহাসে এই প্রথম মহিলা অর্থমন্ত্রী৷

৫ বারের বিধায়ক অজন্তা নিয়োগ-এর ( Ajanta Niyog) হাতে অসমের ( Assam) অর্থ দফতরের ( Finance minister) ভার তুলে দিলেন নব নির্বাচিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himant biswa sarma)।

গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক অজন্তা। ১৯৯৬ সালে অজন্তার স্বামী নগেন গগৈর মৃত্যু হয় আলফার হাতে৷ তার পর রাজনীতির ময়দানে নামেন অজন্তা। কংগ্রেস নেতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের হাত ধরে রাজনীতিতে হাতেখড়ি তাঁর। তরুণ গগৈ সরকারে তিনি পূর্তমন্ত্রী ছিলেন৷ ২০২০ সালের ডিসেম্বরে অজন্তা কংগ্রেস ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দেন। ৪৬ বছর বয়সী অজন্তা নিয়োগ ২০০১ সাল থেকে টানা গোলাঘাট কেন্দ্রের বিধায়ক৷

নতুন দায়িত্ব পেয়ে অসমের অর্থমন্ত্রী খুশি হলেও তাঁর অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। সমালোচনার মুখেও পড়েছে হিমন্তের এই সিদ্ধান্তও।

আরও পড়ুন- করোনার সেকেন্ড ওয়েভে তরুণ প্রজন্ম বেশি আক্রান্ত, কেন? কী বলছে আইসিএমআর?

Advt

Previous articleকরোনার সেকেন্ড ওয়েভে তরুণ প্রজন্ম বেশি আক্রান্ত, কেন? কী বলছে আইসিএমআর?
Next articleচিনের উপহার দেওয়া ৫ লাখ টিকা বুধবার এলো দেশে