দেশজুড়ে করোনার (Corona) দ্বিতীয় ঢেউ (Second Wave) আছড়ে পড়েছে। মুক্তির উপায় খুঁজছে সকলে। তারই মধ্যে করোনা রুখতে ৬ থেকে ৮ সপ্তাহের কড়া লকডাউনের (Lockdown) পরামর্শ দিলেন আইসিএমআর (ICMR) প্রধান বলরাম ভার্গব (Balaram Bhargav)।

তবে গোটা দেশে কড়া সম্পূর্ণ লকডাউনের পরিবর্তে যে জেলাগুলিতে সংক্রমণের হার উদ্বেগজনক সেখানেই টোটাল লকডাউনের পক্ষে মত দিয়েছেন আইসিএমআর-এর ডিরেক্টর। কমপক্ষে ৬-৮ সপ্তাহ লকডাউনের সুপারিশ করা হয়েছে। আইসিএমআর প্রধান আরও জানান, কোনও জেলায় পজিটিভিটির হার ১০ শতাংশের বেশি হলে বুঝে নিতে হবে সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে গিয়েছে। সেই জেলাগুলির ক্ষেত্রে দেড় থেকে দু’মাসের জন্য লকডাউন জারি করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- ভালো আছি, সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে নিজের মৃত্যুর খবর নস্যাৎ করলেন মুকেশ খান্না
