এক ফোনেই “দুয়ারে অক্সিজেন” পরিষেবা ববি হাকিমের চেতলা অগ্রনীর

ভোটে জিতলেই বা মন্ত্রী হলেই দায়িত্ব শেষ নয়। রাজনীতির গণ্ডি পেরিয়ে মানবসেবায় নিয়োজিত হওয়ার মধ্যেও পরম তৃপ্তি রয়েছে। সেই তাগিদ থেকেই করোনা আক্রান্ত ও তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে এল রাজ্যের মন্ত্রী ববি হাকিমের (Boby Hakim) চেতলা অগ্রণী ক্লাব (Chetla Agrohi Club)। বাড়িতে থাকা করোনা (Corona) রোগীর হঠাৎ অক্সিজেনের (Oxyzen) প্রয়োজন হলে ক্লাবের সদস্যরাই সেই বাড়িতে পৌঁছে দেবেন অক্সিজেন কনসেনট্রেটর (Oxygen Concentrator)। এবং তাও সম্পূর্ণ বিনামূল্যে। আজ, বুধবার চেতলা অগ্রণী ক্লাবে এমনই সময়পযোগী পরিষেবার উদ্বোধন করলেন ক্লাব সভাপতি ববি হাকিম।

এই পরিষেবা প্রসঙ্গে হাকিম বলেন, “ক্লাবের সদস্যরাই অক্সিজেন কনসেনট্রেটর রোগীর বাড়িতে পৌঁছে দেবে। একেবারে নিখরচায়। গাড়ি ভাড়া-সহ অন্যান্য খরচ আমরা ক্লাব থেকে বহন করব। এইসব অক্সিজেন কনসেনট্রেটর ডোনেশন হিসেবে পেয়েছি। আপাতত আমাদের হাতে রয়েছে ২০টি অক্সিজেন কনসেনট্রেটর। সংখ্যা যাতে আরও বাড়ানো যায়, সেই চেষ্টা করছি।” তিনি আরও জানান, এই পরিষেবা সম্পর্কে মানুষকে অবগত করতে ”দুয়ারে অক্সিজেন” পৌঁছে দেওয়ার বিষয়টি এলাকায় পোস্টার, ব্যানারের মাধ্যমে প্রচার করা হবে।

 

Previous article৭ বছর ধরে কর্মরত ইজরায়েলে, স্বামীর সঙ্গে ভিডিও কলে থাকাকালীন রকেট হানায় মৃত্যু কেরলের সৌম্যার
Next articleদ্বিতীয় ডোজ নেওয়া নিয়ে বিভ্রান্তি দূর করতে উদ্যোগী হল নবান্ন