Wednesday, August 27, 2025

মমতা-মডেলে বিজেপি বধ করতে অখিলেশ যাদব পাশে চাইছেন প্রশান্ত কিশোরকে

Date:

Share post:

বাংলায় যে স্ট্র্যাটেজিতে বিজেপি-বধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee), ঠিক সেই পথে হেঁটেই উত্তরপ্রদেশ জয় করতে চান অখিলেশ যাদব (Akhilesh yadav)৷ এবং এই কাজে বাংলায় তুমুল সাফল্য পাওয়া প্রশান্ত কিশোরকেই (Prasant kishore) দায়িত্ব দিতে চায় সমাজবাদী পার্টি।

২০২২-এ উত্তরপ্রদেশ বিধানসভার নির্বাচন৷ বাংলার মতো উত্তরপ্রদেশেও (UP) আগামী বছর বিজেপিকে রাজনৈতিক ধাক্কা দিতে প্রবল আত্মবিশ্বাসী অখিলেশের সমাজবাদী পার্টি। সদ্য শেষ হওয়া পঞ্চায়েত ভোটে বিরোধীরা কার্যত উড়িয়ে দিয়েছে শাসক বিজেপিকে৷ এই ভোটে বিজেপির গড় হিসেবে পরিচিত একাধিক জেলায় বিপুল সাফল্য পেয়েছে সমাজবাদী পার্টি৷

এই সাফল্য আসার পরেই রাজ্য জয়ে ঝাঁপিয়ে পড়েছেন অখিলেশ। এবং এ কাজে ভোটকুশলী প্রশান্ত কিশোরকেই দায়িত্ব দিতে চাইছে সমাজবাদী পার্টি। অখিলেশের দল এই সিদ্ধান্ত নিলেও তা নির্ভর করছে প্রশান্ত কিশোরের উপর। এর কারণ, বাংলার ভোটের ফলপ্রকাশের পরই প্রশান্ত কিশোর জানিয়েছেন, এভাবে কোনও একটি দলের হয়ে ভোট কৌশল রচনার কাজ তিনি আর করবেন না৷ তবে তাঁর সংস্থা ‘আইপ্যাক’ এ ধরনের কাজ করে যাবে। প্রত্যক্ষভাবে তিনি আর এ ধরনের কাজে যুক্ত থাকতে চান না। সব কিছু জানার পরেও সমাজবাদী পার্টির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে প্রশান্ত কিশোরকেই বলা হবে এবার উত্তরপ্রদেশে বিজেপি-ধ্বংসের দায়িত্ব নিতে।
ওদিকে, উত্তরপ্রদেশ নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে কংগ্রেসও। এআইসিসির সাধারন সম্পাদক হিসাবে
প্রিয়াঙ্কা গান্ধী রাজ্যের দায়িত্বপ্রাপ্ত হলেও সাম্প্রতিক পঞ্চায়েত ভোটেও চতুর্থ স্থানে কংগ্রেস। প্রিয়াঙ্কাকেই উত্তরপ্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে ভোটে ঝাঁপানোর পক্ষে দলের একাংশ সওয়াল করলেও এখন দল সেই অবস্থান থেকে সরে আসছে৷ এখন থেকেই কংগ্রেস চাইছে অখিলেশ যাদবের সঙ্গে জোটের ব্যাপারে আলোচনা করতে। তবে সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশের নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটে রাজি হবে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে রাজনৈতিক মহল৷

আরও পড়ুন:যোগী রাজ্যের পর এবার বিজেপি শাসিত “ডাবল ইঞ্জিন” মধ্যপ্রদেশের নদীতেও ভাসছে মৃতদেহ

Advt

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...