২০২০ সালে বিশ্বজুড়ে দাপট দেখিয়ে গিয়েছেন মারণ করোনাভাইরাস(coronavirus)। তবে একুশে তার প্রকোপ আরো ভয়াবহ হয়ে উঠছে। এমন গুরুতর পরিস্থিতিতে আশঙ্কা প্রকাশ করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার(World health organisation) প্রধান টেড্রোস আধানম গ্যাব্রিয়াসুস। ইতিমধ্যেই করোনার জেরে ভারতের পরিস্থিতি উদ্বেগজনক, জাপানে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এমন পরিস্থিতির মাঝেই বিস্ফোরক মন্তব্য করলেন হু প্রধান(WHO chief)।

এদিন এক বিবৃতিতে হু প্রধান জানান, ‘অতিমারী যে আরও বেশি মারাত্মক হতে চলেছে, তার ইঙ্গিত ইতিমধ্যেই আমরা পেয়ে গিয়েছি।’ একইসঙ্গে ভারতের করোনা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলে শুক্রবার মন্তব্য করেন টেড্রোস। তিনি বলেন, ভারতের বেশ কিছু রাজ্যের করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ভয়াবহ আকার ধারণ করেছে। তবে শুধু ভারত নয়, করোনায় জাপানের পরিস্থিতিও রীতিমত শোচনীয়। যার ফলে সেখানে বাতিল করে দেওয়া হয়েছে অলিম্পিক। এই পরিস্থিতিতে শুক্রবার হু-র পক্ষ থেকে জানানো হয়, ‘অতিমারির দ্বিতীয় বছর প্রথম বছরের তুলনায় অনেক বেশি মারাত্মক হতে চলেছে, আমরা ইতিমধ্যেই তেমনই ইঙ্গিত পেতে শুরু করেছি।’
