‘শোভনের জন্যই CBI দফতরে এসেছি’, কঠিন সময়ে স্বামীর পাশে দাঁড়িয়ে বললেন রত্না

নারদ মামলায় অন্য ৩ তৃণমূল হেভিওয়েট নেতার সঙ্গেই গ্রেফতার করা হয়েছে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কেও৷

আরও পড়ুন-এই গ্রেফতার বেআইনি, স্পষ্ট জানালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়

আর তারপরই শোভনের জন্য নিজাম প্যালেসে ছুটে গেলেন তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। কঠিন সময়ে স্বামীর পাশে দাঁড়িয়ে রত্না এদিন বলেন, “শোভনের জন্যই তো CBI দফতরে এসেছি”৷ স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা চলছে রত্নার। দীর্ঘদিন ধরেই একে অপরের বিরুদ্ধে আক্রমণ চালিয়েছেন তাঁরা। কিন্তু, কঠিন সময়ে স্বামীর পাশে দাঁড়ালেন রত্না৷ শোভনের গ্রেফতারের খবর পেয়েই নিজাম প্যালেসে ছুটে যান রত্না। তিনি বলেছেন, “শোভনের জন্যই তো CBI দফতরে এসেছি। অন্য কোনও কারণে আসেনি। আইনজীবী দিয়েছি, দেখা যাক কী হয়”৷ রত্না এদিন বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর প্রতিহিংসাপরায়ণ আচরণ চলছে। ভোটে জিততে পারেনি বিজেপি, এখন এসব করছে। সবই বিজেপি-র প্রতিহিংসাপরায়ণ আচরণ। নোটিশ ছাড়া কাউকে তুলে আনা যায় না”৷

Advt

Previous articleএই গ্রেফতার বেআইনি, স্পষ্ট জানালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়
Next articleবিপদের দিনে শোভনের পাশে হাজির রত্না , দেখা নেই বৈশাখীর!