Monday, August 25, 2025

নারদকাণ্ডে (Narada Case) কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) রায় যদি তাদের পক্ষে না যায়, তাহলে বিকল্প ভাবনা হিসাবে ধৃত চারজনের জামিন বাতিলের আর্জি নিয়ে প্রয়োজনে সুপ্রিম কোর্টে (Supreme Court) যাবে সিবিআই (CBI)। তার প্রস্তুতি এখন থেকেই করে রাখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার হাইকোর্টে নারদকাণ্ডের শুনানির পর যদি আদালত ধৃতদের জামিন মঞ্জুর করে তাহলে তৎক্ষণাৎ সর্বোচ্চ আদালতে জামিন বাতিলের আর্জি জানাবেন সিবিআই তদন্তকারীরা।

মঙ্গলবার ইতিমধ্যেই দিল্লির লিগাল সেলের সঙ্গে নারদ তদন্তের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন সিবিআই আধিকারিকরা। বুধবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি রয়েছে। যদি রায় তাঁদের পক্ষে না যায়, তাহলে চার হেভিওয়েটের জামিন বাতিলের আর্জি নিয়ে সিবিআই আধিকারিকরা শীর্ষ আদালতের দ্বারস্থ হতে পারেন। সোমবার রাতে নিম্ন আদালতের জামিনে স্থগিতাদেশ দিয়ে ঘুষকাণ্ডে অভিযুক্ত ফিরহাদ হাকিম, শোভন চ্যাটার্জি, সুব্রত মুখার্জি ও মদন মিত্রকে জেলে পাঠায় কলকাতা হাইকোর্ট। এর পাশাপাশি ধৃত চারজনের মধ্যে কেউ যদি সুপ্রিম কোর্টে আলাদাভাবে বা দলগতভাবে জামিনের আবেদন করেন, তাহলেও আইনি পথে তার মোকাবিলা করার ক্ষেত্রে প্রস্তুতি নিয়ে রেখেছে সিবিআই। সেজন্য সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে তারা। ধৃত হেভিওয়েটদের স্বাস্থ্য ও জেলে তাদের জন্য কোনও বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে কিনা তার উপরেও নজর রাখছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। জেলবন্দি ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জি, মদন মিত্র ও শোভন চ্যাটার্জির স্বাস্থ্যের খোঁজ নিতে জেল কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে সিবিআই।

 

Related articles

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version