আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা হাইকোর্টে শুরু হবে নারদ মামলায় ৪ হেভিওয়েট নেতার জামিনের শুনানি। তারে আগে এদিন সকালেে এসএসকেএম (Sskm) হাসপাতালে চিকিৎসাধীন মদন মিত্র (Madan Mitra) বললেন, গভীর ষড়যন্ত্র চলছে। উডবার্ন ওয়ার্ড থেকে মদন মিত্রকে নিয়ে যাওয়া হয় সিটি স্ক্যান করাতে। মদন মিত্র বলেন, এখনও অসুস্থ বোধ করছেন। গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। তবে ঈশ্বরের উপর ভরসা আছে তার। আশা সুবিচার পাবেন।
