Thursday, August 28, 2025

রাজ্যে বেলাগাম করোনা (Corona)। এবার সংক্রমণ মোকাবিলায় উত্তরপাড়া রাজা প্যারিমোহন কলেজেও সেফহোম (Safehome) চালু করতে চলেছে হুগলি (Hoogli) জেলা প্রশাসন | বিধায়ক কাঞ্চন মল্লিকের উদ্যোগে নিরাপদ নিভৃতবাস তৈরি হতে চলেছে। টুইট (Tweet) করে এ খবর জানান উত্তরপাড়ার নবনির্বাচিত বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mallik)। জেলা প্রশাসনিক স্তরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তবে কবে থেকে এই পরিষেবা পাবেন আইসোলেশনে থাকা রোগীরা, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে টুইট বার্তায় আশ্বস্ত করা হয়েছে, খুব দ্রুত এই পরিষেবা পৌঁছে যাবে কোভিড (Covid) আক্রান্তদের কাছে |মঙ্গলবার, জেলা প্রশাসনের তরফ থেকে মহকুমা শাসক, স্বাস্থ্য আধিকারিক, উত্তরপাড়ার বিধায়ক, প্যারিমোহন কলেজে গিয়ে পরিকাঠামো ঘুরে দেখেন | মোট ২০ টি শয্যার এই সেফহোমে ১০টি পুরুষ ও ১০টি বেড মহিলাদের জন্য বরাদ্দ রাখা হবে। সব সময়ের জন্য থাকবেন চিকিৎসক ও নার্স। থাকছে ওষুধ ও অক্সিজেনের ব্যবস্থাও। ২৪ ঘণ্টা থাকবে অ্যাম্বুলেন্স পরিষেবাও। করোনায় মৃদু উপসর্গের রোগীদের এখানে রাখা হবে | এছাড়া যে সকল করোনা আক্রান্ত রোগীদের বাড়িতে একান্তবাসের সুবিধা নেই, তাঁরাও এই সেফহোমে থাকতে পারবেন।

ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে, সরকারি স্কুলগুলিকেও রূপান্তরিত করা হবে সেফহোমে | মঙ্গলবারই রাজ্য শিক্ষা দফতর জানিয়েছে, অতিমারির দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত কলকাতা-সহ বিভিন্ন জেলার স্কুলগুলিতে তৈরি হবে নিশ্চিন্ত নিভৃতবাস | এই বিষয়ে উত্তরপাড়ার যুব সভাপতি শুভদীপ মুখোপাধ্যায় বলেন, “এলাকার মানুষের সার্থে আমাদের বিধায়ক এই সেফহোমের ব্যবস্থা করেছেন। যখন যার যেটা দরকার উত্তরপাড়ার যুব তৃণমূলের কর্মীরা পাশে দাঁড়িয়েছে”।

 

Related articles

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...
Exit mobile version