Monday, November 3, 2025

মধ্যপ্রদেশে বিধানসভা উপনির্বাচনের জেরে মৃত্যু হল ১৭ ভোট কর্মী সহ একাধিক নেতার

Date:

Share post:

শুধুমাত্র বিধানসভা উপনির্বাচন(bypoll election)। তার জেরেই করোনা আক্রান্ত হয়ে মধ্যপ্রদেশে প্রাণ গেল ১৭ জন ভোট কর্মীর। এখানেই শেষ নয় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বিরোধী দলের একাধিক নেতা ও তার আত্বীয়ের। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের(Madhya Pradesh) ধামোহা বিধানসভা(Dhamoha assembly) কেন্দ্রে।

জানা গিয়েছে, উপ নির্বাচনের আগে মধ্যপ্রদেশের ধামোহা কেন্দ্রের পাশাপাশি সংশ্লিষ্ট জেলার করোনার প্রকোপ যথেষ্টই কম ছিল। তবে নির্বাচনের পর কার্যত মৃত্যু মিছিল শুরু হয় এখানে। গত ১৭ এপ্রিল উপনির্বাচন হয় ধামোহা কেন্দ্রে‌। এই কেন্দ্রে কংগ্রেস বিধায়ক রাহুল সিং জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার হাত ধরে বিজেপিতে যোগ দেওয়ার পর উপ নির্বাচনের প্রয়োজন পড়ে এখানে। নির্বাচন উপলক্ষে বিজেপি-কংগ্রেস সমস্ত দলই ব্যাপক রাজনৈতিক জনসভা করে এই জেলার একাধিক জায়গায়। ভিভিআইপি নেতাদের তালিকায় ছিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পাশাপাশি ছিলেন কমলনাথ, দ্বিগবিজয় সিংয়ের মতো নেতারা। আর সেই নির্বাচনের মাশুল এখনো গুনতে হচ্ছে এই জেলাকে।

আরও পড়ুন:ভবানীপুর কেন্দ্র থেকে পদত্যাগ শোভনদেবের, মুখ্যমন্ত্রী ফিরছেন তাঁর পুরনো কেন্দ্রেই!

ধামোহার জেলাশাসক কৃষ্ণ চৈতন্য সংবাদমাধ্যমের সামনে স্বীকার করে নেন, “নির্বাচনের পর থেকে এখনো পর্যন্ত ২৪ জন ভোট কর্মীর মৃত্যু হয়েছে এখানে। তাদের মধ্যে বেশিরভাগ পরিবার অভিযোগ করেছে ভোটের সময় করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণেই প্রাণ দিয়েছে তাদের। মৃতদের মধ্যে ১৭ জনের নাম আমরা ইতিমধ্যে নথিভুক্ত করেছি।” ভোট কর্মীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও ভাইরাস আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। নির্বাচনের পর করোনা আক্রান্ত হয়ে মৃত রাজনৈতিক নেতা-কর্মীদের সংখ্যাটাও নিতান্ত কম নয়। তথ্য বলছে, ওই এলাকার কংগ্রেস নেতা ব্রজেন্দ্র সিং রাঠোর করোনায় প্রয়াত হয়েছেন ভোটের পরই। প্রাণ গিয়েছে রাজ্যের মহিলা কংগ্রেস সভানেত্রী মাণ্ডবী চৌহানের। মৃত্যু হয়েছে কংগ্রেস সেবা দলের নেতা মার্তণ্ডে সিংয়ের। বিজেপির তরফে জানানো হয়েছে তাদের অন্তত ছয়জন নেতা ওই অঞ্চলে ভোট প্রচারে গিয়ে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। স্বাভাবিকভাবেই এক নির্বাচনের পর এত মৃত্যুর ঘটনায় ঘুম ছুটেছে প্রশাসনের। পাশাপাশি শুধুমাত্র একটি জেলায় যদি এই মৃত্যু মিছিল শুরু হয় তাহলে গোটা রাজ্যের সার্বিক পরিস্থিতি কী তা নিয়েও প্রশ্ন উঠছে।

Advt

spot_img

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...