উত্তরবঙ্গ তথা ডুয়ার্সের কিংবদন্তি বঙ্গরত্ন ভাওয়াইয়া শিল্পী ধনেশ্বর রায় প্রয়াত হয়েছেন। শুক্রবার গভীর রাতে আলিপুরদুযারের ফালাকাটা হাসপাতাল থেকে শিলিগুড়ি নিযে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৮৯ বছর। গত বুধবার থেকে তিনি অসুস্থ ছিলেন। প্রথমে জটেশ্বর প্রাথমিক হাসপাতালে ভর্তি করানো হয়। ১৯৩৪ সালের ১০ অক্টোবর জন্ম। পরিবার সূত্রে খবর, জটেশ্বর প্রাথমিক হাসপাতালে চিকিৎসার পরে একটু সুস্থ হলে বাড়িতে নিয়ে আসা হয়। শুক্রবার ফের শারীরিক অবস্থার অবনতি ঘটলে ফালাকাটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শিলিগুড়ি রেফার করা হলে ফালাকাটা থেকে শিলিগুড়ি যাওয়ার পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর পর বাড়িতে নিয়ে আসা হলে কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের লোকজন সহ গ্রামের প্রচুর মানুষ। চোখের জলে শেষ বিদায় জানাতে প্রচুর মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন।
