Wednesday, August 27, 2025

ইতিহাস গড়লেন লেয়নডস্কি(robert lewandowski)। শনিবার বুন্দেশলিগায় রেকর্ড গড়লেন তিনি। ২৯ ম্যাচে ৪১ গোল কর রেকর্ড গড়লেন লেয়নডস্কি। পিছনে ফেলে দিনেল কিংবদন্তি মুলারকে(muller)। ১৯৭১-৭২ মরশুমে ৪০টি গোল করেছিলেন তিনি।

শনিবার বায়ার্ন মিউনিখ বনাম আউসবার্গের  ম‍্যাচে নজর ছিল গোটা বিশ্বের। লেয়নডস্কি কী পারবেন মুলারের রেকর্ড ভাঙতে। সেই নিয়ে টিভির পর্দায় নজর রেখেছিল গোটা বিশ্ব। অবশেষে সেই রেকর্ড গড়লেনও তিনি। তবে এই রেকর্ড গড়তে অপেক্ষা করতে হয়েছে ইনজুরি টাইম পযর্ন্ত।

ম‍্যাচে এদিন শুরুতেই  আউসবার্গের ফুটবলারের আত্মঘাতী গোল করেন জেফরির। ম‍্যাচে এদিন শুরু থেকে রাজত্ব চালায় বায়ার্ন মিউনিখ। ২৩ ম‍িনিটে গোল করে বায়ার্নকে ২-০ গোলে এগিয়ে দেন নাব্রি। ৩৩ মিনিটে বায়ার্নের হয়ে তৃতীয় গোলটি করেন কিমিচ। ম‍্যাচের ৪৩ মিনিটে বায়ার্নের হয়ে চতুর্থ গোলটি করেন কোমান। ম‍্যাচের প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে যায় বায়ার্ন।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে ম‍্যাচে ফিরে আসার চেষ্টা চালায় আউসবার্গ। ৬৭ মিনিটে আউসবার্গের প্রথম গোলটি করেন হাহন। ৭১ মিনিটে আউসবার্গের দ্বিতীয় গোলটি করেন ফ্লোরিয়ান। এরই মাঝে ফুটবল প্রেমীরা মনে করতে বসেছিলেন মুলারের রেকর্ড ভাঙতে পারবেন না লেয়নডস্কি। তখনই নাটকীয় মোড় বায়ার্ন ম‍্যাচে। ম‍্যাচের ইনজুরি টাইমে গোল করলেন লেয়নডস্কি। ভেঙে ফেললেন মুলারের রেকর্ড।

এই গোল মাকে গোল উৎসর্গ করলেন লেয়নডস্কি।  সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “এই অনুভূতি ব্যাখ্যা করার ভাষা নেই। ৯০ মিনিট পর্যন্ত চেষ্টা করেও গোল করতে পারিনি। শেষ মুহূর্তে যখন গোল করলাম, অসাধারণ অনুভূতি হচ্ছিল। আজ আমার মায়ের জন্মদিন। তাই মাকে এই গোল উৎসর্গ করছি।”

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version