Thursday, November 13, 2025

ইতিহাস গড়লেন লেয়নডস্কি(robert lewandowski)। শনিবার বুন্দেশলিগায় রেকর্ড গড়লেন তিনি। ২৯ ম্যাচে ৪১ গোল কর রেকর্ড গড়লেন লেয়নডস্কি। পিছনে ফেলে দিনেল কিংবদন্তি মুলারকে(muller)। ১৯৭১-৭২ মরশুমে ৪০টি গোল করেছিলেন তিনি।

শনিবার বায়ার্ন মিউনিখ বনাম আউসবার্গের  ম‍্যাচে নজর ছিল গোটা বিশ্বের। লেয়নডস্কি কী পারবেন মুলারের রেকর্ড ভাঙতে। সেই নিয়ে টিভির পর্দায় নজর রেখেছিল গোটা বিশ্ব। অবশেষে সেই রেকর্ড গড়লেনও তিনি। তবে এই রেকর্ড গড়তে অপেক্ষা করতে হয়েছে ইনজুরি টাইম পযর্ন্ত।

ম‍্যাচে এদিন শুরুতেই  আউসবার্গের ফুটবলারের আত্মঘাতী গোল করেন জেফরির। ম‍্যাচে এদিন শুরু থেকে রাজত্ব চালায় বায়ার্ন মিউনিখ। ২৩ ম‍িনিটে গোল করে বায়ার্নকে ২-০ গোলে এগিয়ে দেন নাব্রি। ৩৩ মিনিটে বায়ার্নের হয়ে তৃতীয় গোলটি করেন কিমিচ। ম‍্যাচের ৪৩ মিনিটে বায়ার্নের হয়ে চতুর্থ গোলটি করেন কোমান। ম‍্যাচের প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে যায় বায়ার্ন।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে ম‍্যাচে ফিরে আসার চেষ্টা চালায় আউসবার্গ। ৬৭ মিনিটে আউসবার্গের প্রথম গোলটি করেন হাহন। ৭১ মিনিটে আউসবার্গের দ্বিতীয় গোলটি করেন ফ্লোরিয়ান। এরই মাঝে ফুটবল প্রেমীরা মনে করতে বসেছিলেন মুলারের রেকর্ড ভাঙতে পারবেন না লেয়নডস্কি। তখনই নাটকীয় মোড় বায়ার্ন ম‍্যাচে। ম‍্যাচের ইনজুরি টাইমে গোল করলেন লেয়নডস্কি। ভেঙে ফেললেন মুলারের রেকর্ড।

এই গোল মাকে গোল উৎসর্গ করলেন লেয়নডস্কি।  সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “এই অনুভূতি ব্যাখ্যা করার ভাষা নেই। ৯০ মিনিট পর্যন্ত চেষ্টা করেও গোল করতে পারিনি। শেষ মুহূর্তে যখন গোল করলাম, অসাধারণ অনুভূতি হচ্ছিল। আজ আমার মায়ের জন্মদিন। তাই মাকে এই গোল উৎসর্গ করছি।”

 

Related articles

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...

১ কেজি পেঁয়াজ বেচে ২টাকাও জুটল না! মধ্যপ্রদেশে মিডলম্যানদের উৎপাতে দিশাহারা কৃষকরা

পেঁয়াজের দাম নেমে পৌঁছে গিয়েছে প্রতি কেজি ১টাকা ৯৯ পয়সায়। অর্থাৎ দুটাকাও দাম পাচ্ছেন না মধ্যপ্রদেশের (Madhyapradesh) পেঁয়াজ...

লেন্স নয় সিনেমার আত্মাকে ধরতে পারে মিউজিক, KIFF আড্ডায় নস্টালজিক শান্তনু

সিনেমার ভাষায় সুরের প্রয়োজনীয়তা কতটা, নির্বাক অনুভূতিকে কতটা বাঙময় করে তুলতে পারে মিউজিক, এ প্রশ্ন চিরকালীন। ৩১ তম...

কুলদীপে আস্থা না অল-রাউন্ডারে ভরসা? ম্য়াচের আগের দিন মুখ খুললেন গিল

কলকাতা সফরে আসার পর থেকেই ঘূর্ণি পিচের আবদার শুরু করেছে ভারত। পরিস্থিতি যা তাতে গম্ভীরের সঙ্গে সংঘাতে যাচ্ছেন...
Exit mobile version