কলকাতায় আরও এক ব্ল্যাক ফাঙ্গাস রোগীর হদিস, বিশেষজ্ঞ কমিটি গড়েছে রাজ্য

হরিদেবপুরের বাসিন্দা এক মহিলার মৃত্যুর পরে কলকাতায় মিলল আরও এক মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস (Black Fungus) আক্রান্তের হদিশ। হাসপাতাল সূত্রে খবর, ৬০ ছুঁইছুঁই ওই ব্যক্তি করোনা-মুক্ত হয়ে বাড়ি ফেরার পরে ফের অসুস্থ হয়ে পড়েন। তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, ওই প্রৌঢ় ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত। এদিকে, ব্ল্যাক ফাঙ্গাসে মৃত্যুর তদন্ত করতে বিশেষজ্ঞ কমিটি গড়েছে রাজ্য।

ছেলের চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন ওই ব্যক্তি। এরপর নিজে কোভিডে (Covid) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। কিন্তু করোনা (Corona) থেকে সুস্থ হওয়ার পর ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। ধরা পড়ে তিনি মিউকরমাইকোসিসে আক্রান্ত।

 

আরও পড়ুন-আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ এই জেলাগুলিতে

হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাঁকে দ্রুতই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ব্ল্যাক ফাঙ্গাসের আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে একজনের। তিনি হরিদেবপুরের বাসিন্দা ৩২ বছরের শম্পা চক্রবর্তী (Shampa Chakrabarty) ।এখনও পর্যন্ত রাজ্যে সব মিলিয়ে ৭ জন আক্রান্ত। আরো ৮ জনের শরীরে এই রোগ বাসা বেঁধেছে বলে অনুমান। ব্ল্যাক ফাঙ্গাসে মৃত্যুর তদন্ত করতে বিশেষজ্ঞ কমিটি গড়েছে রাজ্য।

Advt

 

Previous articleদলবদলুদের নিয়ে সৌগতর প্রস্তাব, ৬ মাস আগে কাউকে দলে নয়
Next articleঝড় পর্বে করোনা চিকিৎসা যেন ব্যাহত না হয়, জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর