Tuesday, November 4, 2025

অ্যালোপ্যাথি নিয়ে বিতর্কিত মন্তব্যের পর চাপের মুখে অবশেষে ক্ষমা চাইলেন রামদেব

Date:

Share post:

অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে বিতর্কিত মন্তব্য করে সম্প্রতি ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় যোগগুরু বাবা রামদেবকে(Ramdev)। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে রামদেবকে মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বলা হয় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের(Indian medical association) তরফে। শুধু তাই নয়, পাঠানো হয় আইনি নোটিশ। রবিবার মন্তব্য ফিরিয়ে নেওয়ার অনুরোধ করে রামদেবকে চিঠি পাঠান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী(health Minister) হর্ষবর্ধন(Harshvardhan)। প্রবল চাপের মুখে পড়ে অবশেষে ক্ষমা চেয়ে নিলেন যোগগুরু।

অ্যালোপ্যাথি নিয়ে বিতর্কিত মন্তব্যের পর দেশ জুড়ে প্রবল সমালোচনা শুরু হতেই একটি টুইট করেন রামদেব। যেখানে তিনি লেখেন, “মাননীয় হর্ষবর্ধন আমি আপনার চিঠি পেয়েছি। আপনার অনুরোধকে মান্যতা দিয়ে আমি আমার সমস্ত মন্তব্য ফিরিয়ে নিচ্ছি।” শুধু তাই নয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে একটি চিঠিও লেখেন রামদেব। যেখানে তিনি লেখেন, ‘আধুনিক চিকিৎসাবিজ্ঞান এবং অ্যালোপ্যাথির বিরোধিতা আমি করিনা। অসংখ্য রোগীকে মৃত্যুমুখ থেকে বাঁচাতে, সার্জারিতে অনেক দিশা দেখিয়েছে অ্যালোপ্যাথি। আমার কথোপকথন আসলে ভলান্টিয়ার্সদের সঙ্গে এক বৈঠকে হোয়াটসঅ্যাপ মেসেজের অংশ। কিন্তু সেই কারণে কেউ ব্যক্তিগতভাবে আঘাত পেয়ে থাকলে, আমি দুঃখিত।’

আরও পড়ুন:Cyclone Yass : যশের তাণ্ডবের আশঙ্কা, বাতিল পূর্ব ও দক্ষিণ-পূর্বের মোট ১৪৪টি ট্রেন

উল্লেখ্য, একটি অনুষ্ঠানে সম্প্রতি বাবা রামদেবকে বলতে শোনা যায়, “অ্যালোপ্যাথি হল দেউলিয়া হয়ে যাওয়া ও বোকা বোকা একটি চিকিৎসা পদ্ধতি। এই করোনা পরিস্থিতিতে দেশে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে শুধুমাত্র অ্যালোপ্যাথি ওষুধের কারণে। চিকিৎসা না পেয়ে অক্সিজেনের কারণে দেশে যত মানুষের মৃত্যু হয়েছে তার তুলনায় অ্যালোপ্যাথি চিকিৎসার কারণে মৃতের সংখ্যা অনেক বেশি।” রামদেবের এই মন্তব্য সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হতেই ব্যাপক বিতর্ক শুরু হয়। তাঁর বিরুদ্ধে কার্যত ক্ষুব্ধ হয়ে ওঠে দেশের চিকিৎসক মহল। দেশবাসীর কাছে এই মন্তব্য ভুল বার্তা নিয়ে যাবে এমনটা দাবি করে অবিলম্বে রামদেবকে ক্ষমা চাওয়ার জন্য দাবি জানায় আইএমএ। অবশেষে ক্ষমা চাইলেন রামদেব।

Advt

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...