Thursday, August 28, 2025

কোকেনকাণ্ডে ধৃত বিজেপি নেতার সঙ্গে রাজ্যপালের ছবি পোস্ট করে কটাক্ষ সাংসদ কল্যাণের

Date:

রাজ্যপাল জগদীপ ধনকড়কে ফের তোপ তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের৷

কোকেনকাণ্ডে ধৃত বিজেপি (BJP) নেতা রাকেশ সিংয়ের সঙ্গে রাজ্যপালের (Jagdeep Dhankar)ছবি পোস্ট করে কড়া সুরে কটাক্ষ করলেন কল্যাণ (Kalyan Banerjee)৷

রাজ্যপাল জগদীপ ধনখড় এবং ধৃত বিজেপি নেতা রাকেশ সিং-এর একটি ছবি পোস্ট করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ ওই ছবিতে লেখা আছে, “কোকেন পাচারকারীর সঙ্গে মাননীয় রাজ্যপাল। রাকেশ সিংয়ের উন্নতি নাকি রাজ্যপাল পদমর্যাদার অবনতি?” সরাসরি রাজ্যপালকেই ট্যাগ করে ছবিটি পোস্ট করেছেন তৃণমূল সাংসদ।

দিনকয়েক আগে, রাজ্যপালের অনুমতি মেলায় নারদ কাণ্ডে তৃণমূলের ৩ মন্ত্রী- বিধায়ককে CBI গ্রেফতার করার পরও ধনখড়কে কড়া সুরে নিশানা করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এমনকী রাজ্যপালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার ‘পরামর্শও’ দেন। থানায় অভিযোগ করা থাকলে মেয়াদ শেষে রাজ্যপালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তৃণমূল সাংসদ। এ প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “এই নাটকের মূলে হলেন রাজ্যপাল জগদীপ ধনখড়৷ যদি ফোন কলের তদন্ত হয়, তবে দেখা যাবে এই হেভিওয়েটদের গ্রেফতার করিয়েছেন তিনিই। আমি নিশ্চিত রাজ্যপালই ভিলেন। উনি জেনেবুঝে বাংলার ক্ষতি করছেন। সংবিধান অনুযায়ী, এখন ওনার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। কিন্তু সকলের কাছে আমি অনুরোধ করছি, ধনখড়ের বিরুদ্ধে FIR করুন। যেদিন তাঁর মেয়াদ ফুরোবে। সেইদিনই যাতে ব্যবস্থা নেওয়া যেতে পারে।”
আর এবার কোকেন পাচারে অভিযুক্ত এক বিজেপি নেতার সঙ্গে ধনকড়ের ছবি পোস্ট করে কটাক্ষের মাত্রা আরও তীব্র করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷

আরও পড়ুন- খাচ্ছেন-দাচ্ছেন, টিভি দেখছেন, গল্প করছেন, বহাল তবিয়তে শোভন

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version