কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর পরবর্তী পূর্ণ সময়ের ডিরেক্টর হিসেবে নিয়োজিত হলেন সিআইএসএফ-এর ডিরেক্টর আইপিএস সুবোধ কুমার জয়সওয়াল। আগামী দু’বছরের জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান পদে কাজ করবেন ১৯৮৫ ব্যাচের এই আইপিএস অফিসার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন তিন সদস্যের একটি কমিটি সুবোধ কুমারকে পরবর্তী সিবিআই প্রধান হিসেবে নিয়োগ করে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুন- আসছে ইয়াস, দিঘায় বাড়ছে জলোচ্ছ্বাস, সতর্ক প্রশাসন