Saturday, August 23, 2025

চন্দন বন্দ্যোপাধ্যায়: ইয়াসের প্রভাব থেকে এখনো মুক্ত হতে পারল না পূর্ব মেদিনীপুরের দিঘা। বিকেল পাঁচটা বাজে, এখনও প্রায় ৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং প্রবল বৃষ্টিতে ভাসছে দিঘা। সমুদ্রের জলোচ্ছ্বাস কিছুটা কমলেও ঝোড়ো হাওয়ায় শুধুই ঝড়ের ভয়ঙ্কর গোঙানির শব্দ! আতঙ্কিত এলাকার মানুষ । তাদের উদ্ধারে নেমেছে সেনাবাহিনী । খড়কুটোর মতো সমুদ্রে ভেসে গিয়েছে সংবাদমাধ্যমের গাড়ি । অল্পের জন্য প্রাণহানির হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে ।

ইয়াসের প্রভাব যে এত দীর্ঘস্থায়ী হবে তা বোধহয় কল্পনাও করতে পারেনি দিঘার স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পুলিশ প্রশাসন কেউই। অথচ বাস্তব বলছে , ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়ার ৫ ঘণ্টা পরেও দিঘার পরিস্থিতি মোটেই সুবিধার নয়।

স্থলভাগে আছড়ে পড়ার প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস-এর। ধীরে ধীরে শক্তি হারাচ্ছে ইয়াস।যদিও ইয়াস-এর প্রভাবে বুধবার রাতেও পূর্ব মেদিনীপুর জেলায় ঝড়বৃষ্টি হবে বলেই জানিয়েছে মৌসম ভবন।
তারা জানিয়েছে, এই জেলায় ৯০ থেকে ১০০ কিলোমিটার, সর্বোচ্চ ১১০ কিলোমিটার গতিবেগে ঝড় বইবে। সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। বৃহস্পতিবার থেকে এই ঝড়বৃষ্টি কমবে বলেই জানিয়েছে মৌসম ভবন।

আরও পড়ুন:‘ভালো কাজ করেছে’,ইয়াস মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রশংসায় পঞ্চমুখ দিলীপ

ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড বাঙালির প্রিয় দিঘা ৷ কোথায় বিচ, আর কোথায় বা সমুদ্র বোঝা দায় ৷ জলে ভেসে সব একাকার ৷ রাস্তার উপর হুড়হুড় করে বইছে সমুদ্রের জল ৷ ভেঙেছে সমুদ্র পাড়ের একাংশ ৷ হোটেলগুলি জলবন্দি ৷ জলে ভাসছে ছোটোবড় দোকানগুলি ৷ অতিপরিচিত দিঘাকে আজ চেনাই দায় ৷

Related articles

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...

বাংলা ভাষার অপমান মানব না, সরব গর্বিত বাঙালি ঋতুপর্ণা

বিজেপি রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, ক্রমাগত বাংলা ভাষার অপমানে গর্জে উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা ও বাঙালির...
Exit mobile version