Sunday, August 24, 2025

করোনার উৎস চিনের ল্যাব? তিনমাসের মধ্যে গোয়েন্দা রিপোর্ট পেশের নির্দেশ বাইডেনের

Date:

Share post:

সারা বিশ্বকে গভীর বিপদে ফেলে দেওয়া করোনা অতিমারির (corona pandemic) উৎস (origin) জানতে চাপ বাড়াচ্ছে আমেরিকা (US)। করোনাভাইরাস ছড়ানোর পিছনে চিনের (China) ভূমিকা নিয়ে সন্দেহ রয়েছে আন্তর্জাতিক মহলে। এবার আমেরিকার প্রেসিডেন্ট (US president) জো বাইডেন মার্কিন গোয়েন্দা সংস্থাগুলিকে নির্দেশ দিলেন, ৯০ দিনের মধ্যে করোনার উৎস সম্পর্কে তাঁর কাছে রিপোর্ট জমা দিতে হবে। চিনের উহানের পশুবাজার নাকি বহু বিতর্কিত ভাইরোলজি গবেষণাকেন্দ্র , ঠিক কোন জায়গা থেকে এই মারণ ভাইরাস ছড়িয়েছে তা জানতে দ্বিগুণ পরিশ্রম করে, সমস্ত তথ্য বিশ্লেষণ করে দ্রুত তিন মাসের মধ্যে রিপোর্ট পেশ করা হোক। প্রসঙ্গত, বাইডেনের পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পও অতিমারি ছড়ানোর জন্য চিনকে দায়ী করে করোনাকে চিনা ভাইরাস বলে উল্লেখ করেছিলেন। বুধবার মার্কিন গোয়েন্দা সংস্থাগুলির কাছে পাঠানো বাইডেনের নির্দেশেও স্পষ্ট, করোনাভাইরাসের উৎসস্থল হিসাবে চিনকেই কাঠগড়ায় তুলছে আমেরিকা।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর প্রকাশ্যে আসে করোনাভাইরাসের কথা। ইতিমধ্যেই বিশ্বের ১৭ কোটির বেশি মানুষ আক্রান্ত, মৃত্যু ৩৪ লক্ষাধিক। বিজ্ঞানীদের সন্দেহ, সব দেশেই আক্রান্ত ও মৃতের প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেকটাই বেশি।

আরও পড়ুন-চোকসিকে ৪৮ ঘণ্টার মধ্যে ভারতের হাতে দেওয়া হবে , জানালেন অ্যান্টিগুয়ার প্রধানমন্ত্রী

এদিকে, সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক অনুসন্ধানমূলক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে, চিনে ৩১ ডিসেম্বর ২০১৯ থেকে করোনার অস্তিত্বের তথ্য দেওয়া হলেও তারও তিন মাস আগে থেকে উহানের ল্যাবরেটরির একাধিক কর্মী অজানা জ্বরে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এই তথ্য প্রকাশ্যে আনেনি চিনা প্রশাসন। আর গোপন করে যাওয়া এই তথ্য থেকেই সন্দেহ গাঢ় হচ্ছে যে উহানের ওই ল্যাবরেটরি থেকেই করোনাভাইরাস ছড়িয়েছে। করোনার প্রকৃত উৎস নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন আমেরিকার শীর্ষস্তরের ভাইরোলজিস্ট অ্যান্টনি ফাউচিও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক বৈঠকে আমেরিকার স্বাস্থ্য সচিব জেভিয়ার বেকেরা বলেছেন, কোভিডের উৎস নিয়ে দ্বিতীয় পর্যায়ের গবেষণা প্রয়োজন। যা হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিজ্ঞানভিত্তিক। এজন্য আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ভাইরাসের উৎসের কেন্দ্রে পৌঁছে গবেষণার স্বাধীনতা দিতে হবে। গত বছর চিনা ভাইরোলজিস্ট লি-মেং ইয়ান দাবি করেছিলেন, উহানে চিনের সরকারি ল্যাবেই তৈরি হয়েছে নভেল করোনাভাইরাস। এই সংক্রান্ত তথ্যপ্রমাণ আছে বলেও দাবি করেছিলেন তিনি।

Advt

spot_img

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...