নারদ-মামলায় রাজ্য সরকারকে পক্ষভুক্ত করতে চায় CBI

নারদ-মামলায় রাজ্য সরকারকে পক্ষভুক্ত করার আবেদন জানালেন CBI-এর কৌঁসুলি তথা দেশের সলিসিটর জেনারেল তুষার মেহেতা৷ উত্তরে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (AG) জানান, CBI-এর তরফে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছিলো৷ কিন্তু CBI সেই আবেদন প্রত্যাহার করেছে৷ ফলে ওই মামলা সুপ্রিম কোর্টে আর নেই৷ রাজ্যকে কি এই মামলায় সংযুক্তির প্রয়োজন আছে?
তুষার মেহেতা- স্বরাষ্ট্রসচিব মামলায় সংযুক্ত আছেন। তাই AG থাকতেই পারেন

প্রধান বিচারপতি- আমাদের একটু সময় দিন৷

প্রধান বিচারপতি, AG-কে- সরকারের যারা মামলায় আছেন, তাদের কারুর হয়ে আপনি বলবেন?
AG— আমাকে কথা বলতে হবে সরকারের সঙ্গে৷
প্রধান বিচারপতি – কথা বলুন

শুনানি চলছে৷

Advt

Previous articleঅ্যাপে প্রযুক্তিগত ত্রুটি, ৪৫ ঊর্ধ্বদের টিকাকরণের স্লট বুকিং পিছোল
Next articleএকটু ভালো আছেন বুদ্ধবাবু, খেয়েছেন, কথা বলছেন, জ্ঞানও রয়েছে