মুম্বইতে সেঞ্চুরি হাঁকাল পেট্রোল, কলকাতাতেও দাম আকাশছোঁয়া

রেকর্ড হারে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। ভোটপর্ব মিটতেই এনিয়ে ১৫ বার দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। শনিবার মুম্বইয়ে পেট্রোলের দাম সেঞ্চুরি ছাড়িয়েছে। বাকি তিন মেট্রো শহর, দিল্লি, চেন্নাই এবং কলকাতাতেও পেট্রোলের দাম সেঞ্চুরি ছুঁইছুঁই। একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ডিজেলের দামও।
শনিবার দামবৃদ্ধির পর মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম ১০০ টাকা ১৯ পয়সা হয়েছে। এছাড়াও লিটার প্রতি ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯২ টাকা ১৭ পয়সা। চেন্নাইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে ৯৫ টাকা ৫১ পয়সা হয়েছে। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৮৯ টাকা ৬৫ পয়সা। কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম বেড়ে ৯৩ টাকা ৯৭ পয়সা হয়েছে। ডিজেলের দাম দাঁড়িয়েছে ৮৭ টাকা ৭৪ পয়সা। রাজধানী দিল্লিতে লিটার প্রতি পেট্রল ও ডিজেলের দাম বেড়ে যাথাক্রমে ৯৩ টাকা ৯৪ পয়সা এবং ৮৪ টাকা ৮৯ পয়সা হয়েছে।
জ্বালানি তেলের উপর আলাদা আলাদাভাবে শুল্ক বসায় কেন্দ্র ও রাজ্য সরকার। রাজ্যের তুলনায় অনেকটাই বেশি কেন্দ্রের বসানো অন্তঃশুল্ক ও কর। করোনার প্রথম ঢেউ আসার পর থেকেই কেন্দ্র জ্বালানি তেলের উপর অন্তঃশুল্ক অনেকটা বাড়িয়েছিল। যা পরে আর কমানো হয়নি।

Pp

Advt

Previous articleকরোনার দ্বিতীয় ঢেউ সামলাতে বলি দেশের মোট সাড়ে পাঁচশো চিকিৎসক, জানালো আইএমএ
Next articleকমছে সংক্রমণ, টিকা কারণে এক নম্বরে বাংলা: মুখ্যমন্ত্রী