Monday, January 12, 2026

মমতাকে আক্রমণ করতে গিয়ে খেই হারালেন শুভেন্দু

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর পালটা সাংবাদিক বৈঠক করে আক্রমণ করতে গিয়ে খেই হারিয়ে ফেললেন বিজেপি (Bjp) নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। যে উদাহরণগুলি তিনি দিলেন, তা নিতান্তই জোলো। বিরোধীদের মতে, মনে হচ্ছিল শুভেন্দু খেই হারিয়ে ফেলেছেন। মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রী বৈঠকে বিরোধী দলনেতার ভূমিকা কী? নিজের অবস্থান নিয়ে এই কথাটার জবাব দিতে পারেনি শুভেন্দু অধিকারী।

শুক্রবার, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠক নিয়ে তোলপাড় হচ্ছে রাজ্য তথা জাতীয় রাজনীতি। শনিবার দুপুরে এ বিষয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে নরেন্দ্র মোদির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তাঁকে শুধু নয়, মুখ্যসচিবকেও হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। সেই সাংবাদিক বৈঠকের আধঘণ্টার মধ্যেই ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। তাঁর পাল্টা যুক্তি প্রধানমন্ত্রীর বৈঠকে তাঁর থাকা নিয়ে মুখ্যমন্ত্রীর আপত্তি। উদাহরণ হিসাবে ওড়িশা, গুজরাতের উদাহরণ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর বক্তব্য, ওড়িশায় বিরোধী নেতাকে ডাকা হয়েছিল। কিন্তু তিনি কোভিড (Covid) আক্রান্ত হওয়ায় তিনি থাকতে পারেননি। হেলিকপ্টারে (Helicopter) মুখ্যমন্ত্রীর বেশিক্ষণ আকাশপথে থাকতে বাধ্য হওয়ার কথাটিকেও নস্যাৎ করার চেষ্টা করেছেন শুভেন্দু।

মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিক বৈঠকে বলেন, “বাংলা স্বার্থে প্রধানমন্ত্রীর পা ধরতে রাজি আছি”। তার পাল্টা শুভেন্দু বলেন, “প্রধানমন্ত্রীর পা ধারার কথা বলেছেন। প্রধানমন্ত্রীর পা ধরতে হবে না। সংবিধান মেনে চলুন”। একবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ, কখনো সংবিধান না মানার অভিযোগ, কখনো আবার কেন মুখ্যমন্ত্রী আমলাদের হয়ে কথা বলছেন তাই নিয়ে অভিযোগ। কিন্তু আদতে ঠিক কী নিয়ে সাংবাদিক বৈঠক করতে চাইলেন শুভেন্দু অধিকারী- সেটা স্পষ্ট হল না। এক প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে যেতে গিয়ে বারবার খেই হারিয়েছেন তিনি।

Pp

 

spot_img

Related articles

সাত সকালে আগুন: বাঘাযতীন স্টেশন লাগোয়া আগুনে সাময়িক বিপর্যস্ত ট্রেন পরিষেবা

শীতের সকালে ফের আগুন আতঙ্ক শহরের রেলস্টেশন লাগোয়া এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশন লাগোয়া দোকানগুলিতে আগুন (shop...

প্রয়াত সমীর পুততুণ্ড, আন্দোলনের ‘সঙ্গী’কে হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মধ্যরাতে প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড। দীর্ঘদিন রোগে শয্যাশায়ী ছিলেন তিনি। বাম আদর্শ নিয়ে রাজনীতি করলেও সিপিআইএম-এর (CPIM)...

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...