হিঙ্গলগঞ্জে ত্রাণ পৌঁছালো ‘রেড হার্ট ওয়েলফেয়ার সোসাইটি’

সুপার সাইক্লোন ইয়াসের তাণ্ডবে দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চল রীতিমতো ক্ষতির সম্মুখীন। এমনকি বহু জায়গায় নদী বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। হিঙ্গলগঞ্জে গৌরেশ্বর নদীর বাঁধ ভেঙে জলের তলায় পুরো গ্রাম। গ্রামের মানুষ সরকারি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন।

আজ রবিবার উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের স্বেচ্ছাসেবী সংস্থা ‘রেড হার্ট ওয়েলফেয়ার সোসাইটি’ হিঙ্গলগঞ্জে প্রায় ২০০ মানুষের কাছে ত্রাণ সামগ্রী এবং ওষুধ পৌঁছে দেন। শুকনো খাবার, পানীয় জল এবং ওষুধ তুলে দেন।

সংস্থার সম্পাদক সঞ্জীব বসু বলেন, আমরা চিনি, মুড়ি, চিঁড়ে, বিস্কুট, শুকনো খাবার অসহায় মানুষদের হাতে তুলে দিতে পেরে খুশি। নদী বাঁধ ভেঙে যাদের বাড়িঘর জলের তলায় চলে গেছে , আপাতত তারা রাজ্য সরকারের ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ।
তিনি আরও বলেন, এরপর তাদের লক্ষ্য পূর্ব মেদিনীপুর । ইয়াসের তাণ্ডবে নদী বাঁধ ভেঙে পূর্ব মেদিনীপুরের বেশকিছু গ্রাম জলের তলায় চলে গিয়েছে । সেই অসহায় মানুষদের কাছে সংস্থার পক্ষ থেকে তারা ত্রাণ পৌঁছে দিতে ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছেন।

Advt

Previous articleশুধুই প্রতিশ্রুতি, সাহায্য নেই: অনাথদের জন্য বড় ঘোষণার পর মোদিকে কটাক্ষ পিকের
Next articleহোটেল, হাসপাতালের যৌথ উদ্যোগে ভ্যাকসিন প্যাকেজে ‘না’, সাফ জানাল কেন্দ্র