কোপা আমেরিকা আয়োজনের দায়িত্ব পেল ব্রাজিল

কোপা আমেরিকা ( copa America )আয়োজনের দায়িত্ব পেল ব্রাজিল( Brazil )। কনমেবলের নতুন ঘোষণায় আপাতত স্বস্তি  ফুটবল প্রেমীদের। তারা জানিয়েছে ২০২১ কোপা আমেরিকার আসর এবারে বসতে চলেছে সাম্বার দেশে।

প্রসঙ্গত ২০২১ কোপা আমেরিকার আয়োজনের দায়িত্ব পেয়েছিল কলম্বিয়া এবং আর্জেন্তিনা। কিন্তু দু’সপ্তাহ আগে কোপা আমেরিকা আয়োজনের দায়িত্ব থেকে সরে দাঁড়ায় কলম্বিয়া। এরপর কনমেবল জানিয়েছিল কোপা আমেরিকার আয়োজন করবে আর্জেন্তিনা। কিন্তু সোমবার আর্জেন্তিনাও এই আয়োজন থেকে সরে দাঁড়ায়। করোনার কারণে এই টুর্নামেন্ট আয়োজন করতে চাননা তারা। এরপরই নতুন আয়োজক খুঁজতে শুরু করে দেয় কতৃপক্ষ।

এদিন টুইটারে কনমেবল জানায়,”  কোপা আমেরিকা আয়োজন করবে ব্রাজিল। বিশ্বের সেরা ফুটবল দেশ এবার দক্ষিণ আমেরিকার কোটি কোটি মানুষদের আনন্দ দেবে। কনমেবল ধন‍্যবাদ জানাতে চায় প্রেসিডেন্ট ও তার দলকে। আর থেকে ধন‍্যবাদ জানাতে চায় ব্রাজিল ফুটবল অ‍্যাসোসিয়েশনকে।”

আরও পড়ুন:রিয়াল ছাড়ার কী কারণ জানালেন জিদান?

Advt