কয়লাকাণ্ড: জুলাই পর্যন্ত লালার রক্ষাকবচ বহাল রাখল শীর্ষ আদালত

ফের সিবিআইয়ের (CBI) ধরাছোঁওয়ার বাইরে রয়ে গেল কয়লাকাণ্ডে অন্যতম মূল (coal scam) অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা ( kingpin Lala)। জুলাই পর্যন্ত লালার রক্ষাকবচ বহাল রাখল শীর্ষ আদালত আগামী জুলাই মাস পর্যন্ত তার রক্ষাকবচ বহাল রাখল সুপ্রিম কোর্ট। অর্থাৎ জুলাই পর্যন্ত লালাকে গ্রেফতার করতে পারবে না সিবিআই। জুলাইয়ের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে ফের এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে।

গত বছরের নভেম্বরে কয়লা পাচারকাণ্ডের তদন্তে প্রথম মামলা দায়ের করে সিবিআই। তারপর থেকে বেশ কয়েক দফায় রাজ্যের নানা জায়গায় অভিযান তল্লাশি চালায় তদন্তকারীরা অফিসাররা। তদন্ত শুরু করে নানা বয়ান থেকে উঠে আসে অনুপ মাজি ওরফে লালার নাম। সিবিআই জানতে পারেে কয়েক হাজার কোটি টাকার মালিক এই লালা। তাঁকে খুঁজতে পুরুলিয়ার নিতুড়িয়ার বাড়িতে প্রথম হানা দেয় সিবিআই। একইসঙ্গে কলকাতায় তাঁর বাড়ি ও অফিসেও যান তদন্তকারীরা।

 

Previous articleবৈঠকে অনুপস্থিত: প্রাক্তন মুখ্যসচিবকে শো-কজ কেন্দ্রের, কড়া জবাব তৈরি আলাপনের
Next articleইংল‍্যান্ড সফরে বিরাটদের সঙ্গে যেতে পারবে তাদের পরিবার, গ্রিন সিগন‍্যাল ব্রিটিশ সরকারের