Monday, January 12, 2026

ঘরে ঘরে দুধ পৌঁছে দিতে চেয়ে পোস্ট করেই ট্রোলড হলেন দিলীপ ঘোষ

Date:

Share post:

World Milk Day বা বিশ্ব দুগ্ধ দিবসে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বিশেষ বার্তা দিয়েছিলেন বঙ্গ-বিজেপির সভাপতি দিলীপ ঘোষ৷ আর ওই পোস্টের জেরে সীমাহীন ট্রোলের শিকার হলেন তিনি৷

নিতান্তই সাধারণ এই পোস্টে দিলীপবাবু আরও বেশি সংখ্যক মানুষের কাছে দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্য পৌঁছে দেওয়ার বার্তা দিয়েছেন। স্রেফ এইটুকুই বলেছিলেন৷ আর এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় ট্রোল হচ্ছেন তিনি। ওইসব কমেন্ট পড়লে হাসি চেপে রাখা দায়৷ দিলীপ ঘোষের এই বার্তাকে মজার খোরাক হিসাবে নিয়েছেন নেটিজেনরা।
গোমাতার প্রতি ভক্তি, ভালবাসা তাঁর অপার৷ একথা বারবার বলেছেন, স্বীকার করেছেন দিলীপ ঘোষ৷ মঙ্গলবার বিশ্ব দুগ্ধ দিবসে নিজের ফেসবুকে একটি বিশেষ বার্তা দিয়েছেন দিলীপ ঘোষ। গরুর দুধ এবং দুগ্ধজাত পণ্যকে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়ারই সেই বার্তা৷
তিনি লিখেছেন, “বিশ্বের বাজারে দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যরে তুলে ধরাও দুগ্ধ সমবায় গড়ে তোলার নেপথ্যে সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান ছিল অপরিসীম। বিশ্ব দুগ্ধ দিবসে দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যকে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়াই হোক লক্ষ্য।” অনেকেরই মনে আছে, দিলীপ ঘোষ কিছুদিন আগে বলেছিলেন, “বিদেশি গোরু গো- মাতা নয়।” এখানেই শেষ নয়, তিনি বলেছিলেন, “আমাদের দেশি গাভির পিঠের কুঁজে সোনা থাকে। তাই দেশি গোরুর দুধের রং সোনালি হয়৷” বলেছিলেন, “বিদেশি গোরু তো হাম্বা হাম্বাও ডাকে না।” এইসব মন্তব্যের পরেও মিমের বন্যা বয়ে গিয়েছিল নেটদুনিয়ায়৷ দিলীপের দাবি, “গোরুর দুধে সোনার ভাগ থাকে। তাই দুধের রং হলুদ হয়। দেশি গরুর কুঁজে থাকা স্বর্ণনাড়িতে সূর্যের আলো পড়লে সেখান থেকে সোনা তৈরি হয়।” এরপরেও ট্রোলড হতে হয়েছিলো তাঁকে।

আর এদিন দুগ্ধ দিবসে দিলীপ ঘোষের এই বার্তাকেও খোরাক করেছেন নেটিজেনরা। কমেন্টে একজন লিখেছেন, “এবার সত্যিই সোনা পাওয়া গেছে।’ আরেকজন লিখেছেন, ‘আরে পালিয়ে আসুন। গরুটির অতো বড় সিং নিয়ে আপনার দিকে যেভাবে চেয়ে আছে তাতে রীতিমতো ভয় লাগছে।” এমন হাজারো কমেন্টে ভর্তি হয়ে গিয়েছে দিলীপ ঘোষের ফেসবুক ওয়াল৷

আরও পড়ুন:বুধে ঘোষণা মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের সূচি

Advt

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...