খুলছে তারকেশ্বর মন্দির, এখনও গর্ভগৃহে প্রবেশ নিষেধ

করোনা সংক্রমণে জেরে দীর্ঘদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে খুলছে তারকেশ্বর মন্দির। তবে, কোভিড (Covid) বিধি নিষেধ মেনে চলতে হবে পূণ্যার্থীদের।

সকাল 7 থেকে 12 টা পর্যন্ত‍ আপাতত খোলা থাকবে তারকেশ্বর (Tarakeswar) মন্দিরের মূল দরজা। ভক্তদের এই নির্দিষ্ট 5 ঘণ্টার মধ‍্যে মাস্ক (Mask) পরে, সামাজিক দূরত্ব বজায় রেখে মন্দিরে প্রবেশ করতে হবে। তবে, মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করা যাবে না। চোঙার মাধ‌মে জল ঢালতে হবে ভক্তদের।

মন্দির খোলার এই নতুন নির্দেশিকা তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষের তরফে আশেপাশের এলাকায় মাইকিং করা হচ্ছে।

করোনা সংক্রমণ বৃদ্ধির কারনে গত ৮ মে ভক্তদের প্রবেশ পুরোপুরি বন্ধ করে দিয়েছিল মন্দির কর্তৃপক্ষ। সংক্রমণ বেশ কিছুটা কমায় পুনরায় মন্দির খোলার ব‍িষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন- ফৌজদারি আইনে আলাপনকে জড়াতে চক্রান্ত, ভিন্নমত দিলীপ-শুভেন্দুর

Advt

 

 

Previous articleউত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ব্ল্যাক ফাঙ্গাসে দুই মহিলার মৃত্যু 
Next articleলকেটের উদ্যোগে দু:স্থদের পাশে বিজেপি