আদালতে জোর ধাক্কা খেলেন পিএনবি দুর্নীতি(PNB scam) মামলায় অভিযুক্ত মেহুল চোকসি(Mehul Choksi)। ভারত থেকে পলাতক এই হিরে ব্যবসায়ীর জামিনের আর্জি খারিজ করল ডোমিনিকা আদালত। যদিও মেহুলকে বাঁচাতে তাঁর আইনজীবী ইতিমধ্যেই উচ্চতর আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়ে দিয়েছেন।

উল্লেখ্য, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ১৩ হাজার কোটি টাকার দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত নীরব মোদী ও তাঁর মামা মেহুল চোকসি। পিএনবি কেলেঙ্কারির তথ্য সামনে আসার পরই ভারত ছেড়ে পালায় এই দুই অভিযুক্ত। লন্ডনে আশ্রয় নেয় নিরব মোদী এবং অ্যান্টিগুয়াতে মেহুল। তবে মেহুলকে ফেরাতে অ্যান্টিগুয়া সরকারের ওপর চাপ বাড়ায় ভারত। পরিস্থিতি বেগতিক বুঝে অ্যান্টিগুয়া ছেড়ে কিউবা পালানোর চেষ্টা করে মেহুল। এই পরিস্থিতিতে জলপথে অবৈধভাবে ডোমিনিকায় প্রবেশের অভিযোগে সে দেশের পুলিশের হাতে গ্রেফতার হন পিএনবি মামলায় অন্যতম অভিযুক্ত মেহুল চোকসি।
আরও পড়ুন:বেআইনিভাবে কোভিড ওষুধ মজুত করেছে গম্ভীরের সংস্থা, হাইকোর্টকে জানালো ড্রাগ কন্ট্রোলার

গ্রেফতারের পর বর্তমানে অ্যান্টিগুয়া নাগরিকত্বকে হাতিয়ার করেই বাঁচার চেষ্টায় মরিয়া জালিয়াত ওই হিরে ব্যবসায়ী। যদিও কড়া আইনের বেড়াজালে গত বুধবার থেকে ডোমিনিকায় বিচার শুরু হয় মেহুলের। এখানেই তার জামিনে অসম্মতি জানাল ডোমিনিকা আদালত।
