এবার ‘স্পুটনিক ভি’ বানাবে সেরাম ইনস্টিটিউট, DCGI-এর কাছে অনুমতির আবেদন

ভারতের সবচেয়ে বেশি ব্যবহৃত করোনা টিকা কোভিশিল্ড(Covishield) বানাচ্ছে ভারতীয় সংস্থা সেরাম ইনস্টিটিউট(serum institute)। তবে শুধু কোভিশিল্ড নয়, বাড়তে থাকা টিকার চাহিদাকে গুরুত্ব দিয়ে এবার রাশিয়ার ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’ বানাতে চেয়েছে ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া(DCGI)-এর কাছে লাইসেন্সের আবেদন জানাল সেরাম ইনস্টিটিউট। আপাতত পরীক্ষামূলক উৎপাদনের জন্য এই লাইসেন্সের আবেদন করা হয়েছে সেরাম সংস্থার তরফ। যার জেরে অনুমান করা হচ্ছে আগামী দিনে ভারতেই ‘স্পুটনিক ভি’ তৈরি করবে দুই সংস্থা।

উল্লেখ্য, ইতিমধ্যেই ডা: রেড্ডিস ল্যাবরেটরির রুশ সংস্থার সঙ্গে হাত মিলিয়ে ভারতে তৈরি করছে ‘স্পুটনিক ভি’ ভ্যাকসিন। কেন্দ্রীয় অনুমতি মেলার পর গত ১৪ মে থেকে এই ভ্যাকসিনের প্রয়োগ শুরু হয়ে গিয়েছে দেশে। বিশ্বের ৫০ টিরও বেশি দেশ ইতিমধ্যেই এই ভ্যাকসিনের প্রয়োগ শুরু করেছে। এক সমীক্ষায় দাবি করা হয়েছে এই ভ্যাকসিনের কার্যকরী ক্ষমতা ৯৭.৬ শতাংশ।

আরও পড়ুন:রীনাকে দুর্নীতি দমন শাখার ওসিডি করলেন মমতা

দেশে ভ্যাকসিনের সংকটময় পরিস্থিতিতে সেরাম ইনস্টিটিউটের তরফে ‘স্পুটনিক ভি’ পরীক্ষামূলকভাবে তৈরির আবেদনের পর অনুমান করা হচ্ছে শীঘ্রই হয়তো পুরোদমে এই ভ্যাকসিন উৎপাদনের প্রস্তুতি শুরু করে দেবে এই সংস্থা।

Advt