Sunday, August 24, 2025

‘বিরক্তি’ থেকেই ইন্ডিয়ান আইডল ছাড়ছেন, আর বিচারকের আসনে নাও ফিরতে পারেন বিশাল দাদলানি

Date:

ইন্ডিয়ান আইডলে বিচারকের আসনে আর হয়তো দেখা যাবে না বিশাল দাদলানিকে। দিন কয়েক ধরেই নানা কারণে খবরে রয়েছে ইন্ডিয়ান ‘আইডল ১২’। এবারের অনুষ্ঠানের শুরুতে বিশেষ শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় কিশোর কুমারকে। যা নিয়ে কিশোর কুমারের ছেলে অমিত মন্তব্য করেন, তাঁর বাবা কিংবদন্তি গায়ককে ঠিক মতো শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়নি। এই ঘটনার পর আবার অনুষ্ঠনের বিচারক নেহা কক্কর ইঙ্গিত দেন ইন্ডিয়ান আইডলে নাটকীয় পরিবর্তন আসতে চলেছে। কী পরিবর্তন তা অবশ্য তিনি খোলসা করেননি। তার পরই এবার শোনা গেল বিশাল দাদলানির না থাকার খবর।

লকডাউন শুরু থেকেই নাকি ইন্ডিয়ান আইডলে না থাকার কথা জানিয়ে এসেছিলেন বিশাল। প্রতিদিন শুটিং সেটে আসা-যাওয়া পরিবারের সুরক্ষার ক্ষেত্রে ঝুঁকি হয়ে যাচ্ছে বলে মত প্রকাশ করেন। তাই পরিবারের সঙ্গেই থাকা এবং ইন্ডিয়ান আইডল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা বলছিলেন। এবার সেই ঘোষণাই করলেন।
সম্প্রতি সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে বিশাল জানিয়েছেন, ‘করোনার লকডাউনের মাঝেই যে ভাবে শুটিং চালিয়ে যাওয়া হচ্ছে তা খুবই বিরক্তিকর। পরেও হয়তো আর তিনি ইন্ডিয়ান আইডলে ফিরবেন না’।
বিশালের ইন্ডিয়ান আইডল ছাড়া প্রসঙ্গে অনুষ্ঠানের সঞ্চালক আদিত্য নারায়ণ প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি জানিয়েছেন, গত বছর সপরিবারে লোনাভালাতে চলে গিয়েছেন বিশাল। সেখান থেকে শুটিংয়ের জন্য দামানে আসা তাঁর পক্ষে সমস্যা হচ্ছে বলে জানান। আর করোনা পরিস্থিতিতে পরিবারের সঙ্গেই বাড়িতেই থাকতে চাইছেন বিশাল। বিশালের এই সিদ্ধান্তকে তিনি সম্মান জানান বলে মন্তব্য করেছেন আদিত্য।
তাই এবার বিশালের বদলে হয়তো বেশ কিছু অতিথি বিচারককে দেখা যেতে পারে অনুষ্ঠানে।

আরও পড়ুন:মেহুল চোকসির জামিনের আবেদন খারিজ হলো ডোমিনিকা আদালতে

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...
Exit mobile version