সম্ভবত বাতিল হতে চলেছে এ বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা

সম্ভবত বাতিল হচ্ছে মাধ্যমিক(madhyamik) উচ্চ মাধ্যমিক পরীক্ষা (higher secondary examination)। পরীক্ষা নিয়ে গঠিত ছয় সদস্যের বিশেষজ্ঞ কমিটির(specialist committee of 6 members) রিপোর্টে তেমনি আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বিশেষজ্ঞ কমিটি মনে করছে এই করোনা সংকট (coronavirus pandemic)কালে মাধ্যমিক উচ্চমাধ্যমিক জোড়া পরীক্ষা নেওয়া সম্ভব নয় । কমিটি মনে করছে পরীক্ষার কোনও বিকল্প হয় না। কিন্তু রাজ্যের এই পরিস্থিতিতে এভাবে এতজন পড়ুয়াকে নিয়ে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। পরিবর্তে ভাগ ভাগ করে কিছু মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হতে পারে। মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে নবম শ্রেণির বার্ষিক নম্বরের উপর ভিত্তি করে মূল্যায়ন করা হতে পারে। অভ্যন্তরীণ ফলাফলের উপর ভিত্তি করে ২২ লক্ষ্ পড়ুয়ার মার্কশিট তৈরি করা হতে পারে। অন্যদিকে দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে হোম অ্যাসাইনমেন্ট দিয়ে তার ভিত্তিতে চূড়ান্ত ফল নির্ণয় করা সম্ভব কী-না তা খতিয়ে দেখা হচ্ছে। তবে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের সর্বভারতীয় বিভিন্ন পরীক্ষায় বসতে হয়। সেই ভিত্তিতে তাদের প্রস্তুতি এবং মূল্যায়ন প্রয়োজন। পাশাপাশি দ্বাদশ শ্রেণির বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগের প্রাকটিক্যাল পরীক্ষা হয়ে থাকে। সেই পরীক্ষা গুলি বা এক্ষেত্রে কিভাবে নেওয়া সম্ভব তাও খতিয়ে দেখছে বিশেষজ্ঞ কমিটি। তবে সর্বোপরি ছয় সদস্যের কমিটি এই সিদ্ধান্তে এসেছে যে এই পরিস্থিতিতে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব নয়। তার পরিবর্তে ভাগ ভাগ করে কিছু মূল্যায়ন পদ্ধতি মাধ্যমে পড়ুয়াদের ফলাফল চূড়ান্ত করতে হবে। পরীক্ষা দুটি বাতিলের কারণ হিসেবে প্রধানত যে যুক্তি দেখিয়েছেন কমিটি সেটি হল, মাধ্যমিক পরীক্ষার্থীদের বয়স ১৫ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বয়স ১৭-১৮ । এই বয়সে কারোরই ভ্যাকসিন নেওয়া হয়নি। ভার্চুয়ালি বহুবার এই বিষয়টি নিয়ে বৈঠক করেছে। একটি বিষয়ে একমত যে পরীক্ষার্থীকে কখনোই প্রাণহানির দিকে ঠেলে দেওয়া যেতে পারে না।

 

Previous articleফাইজারের টিকা ১২ থেকে ১৫ বছর বয়সীদের জন্য সম্পূর্ণ নিরাপদ
Next articleফিল্ম ইন্ডাস্ট্রির শিল্পী কলাকুশলীদের জন্য রেশন এবং কুড়ি লক্ষ টাকা দিলেন হৃত্বিক রোশন