Wednesday, May 14, 2025

হ্যাশট্যাগ পাশে আছে অভিষেক, ভাইরাল ভিডিও, রাজনৈতিকমহলও উচ্ছ্বসিত

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন প্রচার # PasheAcheAbhishek (#পাশেআছেঅভিষেক)। বৃহস্পতিবার সন্ধে থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সঙ্গে ভিডিও। অসাধারণ একটি গান, সঙ্গে ইয়াস বিধ্বস্ত এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নানা ছবি। রাজনৈতিকমহল বলছে, অন্তরাল থেকে বেরিয়ে এসে ক্রমশ জননেতায় অভিষিক্ত হওয়ার পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

#পাশেআছেঅভিষেক। সোশ্যাল মিডিয়ায় নয়া হ্যাশট্যাগ। ইতিমধ্যে প্রচারের শীর্ষে। বিধানসভা ভোটের আগে পিছন থেকে দলের ওয়ার রুম সাজিয়েছেন সাংসদ। একের পর এক জনসভা করেছেন। দলের নেতাদের এলাকা ভাগ করে প্রচারে পাঠিয়েছেন। পর্যালোচনা করেছেন। পরামর্শ নিয়েছেন। নেত্রীর আদেশ মেনে সংগঠন সাজাতে পদক্ষেপ করেছেন। দুর্বল এলাকায় নিজে গিয়েছেন, নেতৃত্বকে পাঠিয়েছেন। ভোট-কুশলী পিকের সাহায্য নিয়েছেন। নিট রেজাল্ট, বিজেপির সব আশাকে ধূলিসাৎ করে তৃণমূল সরকারের হ্যাট্রিক।

সরকার শপথ নেওয়ার পরেও কোভিড বাড়-বাড়ন্ত, সঙ্গে ইয়াসের ধ্বংসলীলা। প্রকৃতি শান্ত হতেই বিধ্বস্ত এলাকায় পৌঁছে গেলেন যুব নেতা। একদিকে সাহায্যের আশ্বাস, অন্যদিকে নতুনভাবে এলাকা গড়ে তোলার প্রতিশ্রুতি। অসংখ্য মানুষের মাঝে প্রতিশ্রুতি, আগে সুস্থভাবে বাঁচতে হবে, তারপর সরকার সব তৈরি করে দেবে। আর তারজন্য কী কী করতে হবে বুঝিয়ে বলে এলেন। আর বলে এলেন, দরকার হলেই আসব। ডাকলেই আসব।

সংবাদমাধ্যম সে দৃশ্য দেখেছে। আর সে দৃশ্যকেই ক্যামেরাবন্দি করে গানের আবহে অসাধারণ একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। গানের কথা আর সুরও আমজনতাকে টানতে বাধ্য…

কিসের ডাকে পথে নেমেছি
কে বা ভবিষ্যৎ দেখেছি
কাঁধে কাঁধ মেলাও
হাতে হাত মেলাও
এসো বন্ধু।

আসুক বিপদ, আসুক বাধা
সামনে থাক গোলকধাঁধা
কাঁধে কাঁধ মেলাও
হাতে হাত মেলাও
এসো বন্ধু।

আকাশ যতোই ভয় দেখাক
তুমি ভেবো না
সবাই আশা ছেড়ে দিলেও
তুমি ছেড়ো না।

এসো আমার সঙ্গে এসো আজ
সেজে এসো তোমার যুদ্ধসাজ
হাত নেড়ে তোমায় ডাকছি আজ
ফেলে রেখে এসো তোমার সমস্ত কাজ
আমাদের হাতে সময় অল্প তাই
এসো বন্ধু আজ সবাই হাত লাগাই

পাঁচটা আঙুল হলে একসাথে
তাজমহল বানিয়ে ফেলি এক রাতে
কাঁধে কাঁধ মেলাও
হাতে হাত মেলাও
এসো বন্ধু…

লক্ষ্যণীয় গানের প্রতিটি শব্দ।

রাজনৈতিক মহলের মন্তব্য, এতো কম বয়সে এমন পরিপূর্ণতা রাজ্যের খুব কম নেতার মধ্যেই দেখা গিয়েছে। সেই সঙ্গে আধুনিক সংবাদমাধ্যমগুলিকে যথার্থভাবে ব্যবহারের কৌশলও তাঁর কাছে শিক্ষনীয়।

অনেকেই বলছেন, অভিষেক ক্রমশ জনতার আশীর্বাদে অভিষিক্ত হচ্ছেন। সামনে বিস্তীর্ণ পথ।

Advt

 

spot_img

Related articles

গাভাসকরের প্রস্তাব মেনে বাকি ম্যাচে হতে পারে চিয়ারলিডার ও ডিজে ছাড়া

সুনীল গাভাসকরের(Sunil Gavaskar) পরামর্শকে মান্যতা দিয়ে আইপিএলে(IPL) বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই(BCCI)। সূত্রের খবর অনুযায়ী আইপিএলের বাকি ম্যাচ...

জানি কার উসকানি ছিল কৃষক অপহরণে: ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

পাকিস্তানের হাতে আটক বিএসএফ জওয়ান পূর্ণম সাউ ফিরে এসেছেন। কোচবিহারে বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মনকে ফিরিয়ে...

তিস্তা তোর্ষা এক্সপ্রেসের শৌচাগারেই সন্তান প্রসব বিহারের তরুণীর!

গুয়াহাটি থেকে ট্রেনে বিহারে বাড়ি ফেরার পথে প্রসব বেদনা। বুধবার নিউ আলিপুরদুয়ার (New Alipurduwar) স্টেশনে দাঁড়িয়ে থাকা তিস্তা...

গুরুতর আহত তৃণমূল বিধায়ক তাপস সাহা! আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে 

বাড়িতে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হলেন তেহট্টর তৃণমূল বিধায়ক তাপস সাহা। সূত্রের খবর অনুযায়ী, বুধবার সকাল আটটা নাগাদ...