Monday, August 25, 2025

হ্যাশট্যাগ পাশে আছে অভিষেক, ভাইরাল ভিডিও, রাজনৈতিকমহলও উচ্ছ্বসিত

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন প্রচার # PasheAcheAbhishek (#পাশেআছেঅভিষেক)। বৃহস্পতিবার সন্ধে থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সঙ্গে ভিডিও। অসাধারণ একটি গান, সঙ্গে ইয়াস বিধ্বস্ত এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নানা ছবি। রাজনৈতিকমহল বলছে, অন্তরাল থেকে বেরিয়ে এসে ক্রমশ জননেতায় অভিষিক্ত হওয়ার পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

#পাশেআছেঅভিষেক। সোশ্যাল মিডিয়ায় নয়া হ্যাশট্যাগ। ইতিমধ্যে প্রচারের শীর্ষে। বিধানসভা ভোটের আগে পিছন থেকে দলের ওয়ার রুম সাজিয়েছেন সাংসদ। একের পর এক জনসভা করেছেন। দলের নেতাদের এলাকা ভাগ করে প্রচারে পাঠিয়েছেন। পর্যালোচনা করেছেন। পরামর্শ নিয়েছেন। নেত্রীর আদেশ মেনে সংগঠন সাজাতে পদক্ষেপ করেছেন। দুর্বল এলাকায় নিজে গিয়েছেন, নেতৃত্বকে পাঠিয়েছেন। ভোট-কুশলী পিকের সাহায্য নিয়েছেন। নিট রেজাল্ট, বিজেপির সব আশাকে ধূলিসাৎ করে তৃণমূল সরকারের হ্যাট্রিক।

সরকার শপথ নেওয়ার পরেও কোভিড বাড়-বাড়ন্ত, সঙ্গে ইয়াসের ধ্বংসলীলা। প্রকৃতি শান্ত হতেই বিধ্বস্ত এলাকায় পৌঁছে গেলেন যুব নেতা। একদিকে সাহায্যের আশ্বাস, অন্যদিকে নতুনভাবে এলাকা গড়ে তোলার প্রতিশ্রুতি। অসংখ্য মানুষের মাঝে প্রতিশ্রুতি, আগে সুস্থভাবে বাঁচতে হবে, তারপর সরকার সব তৈরি করে দেবে। আর তারজন্য কী কী করতে হবে বুঝিয়ে বলে এলেন। আর বলে এলেন, দরকার হলেই আসব। ডাকলেই আসব।

সংবাদমাধ্যম সে দৃশ্য দেখেছে। আর সে দৃশ্যকেই ক্যামেরাবন্দি করে গানের আবহে অসাধারণ একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। গানের কথা আর সুরও আমজনতাকে টানতে বাধ্য…

কিসের ডাকে পথে নেমেছি
কে বা ভবিষ্যৎ দেখেছি
কাঁধে কাঁধ মেলাও
হাতে হাত মেলাও
এসো বন্ধু।

আসুক বিপদ, আসুক বাধা
সামনে থাক গোলকধাঁধা
কাঁধে কাঁধ মেলাও
হাতে হাত মেলাও
এসো বন্ধু।

আকাশ যতোই ভয় দেখাক
তুমি ভেবো না
সবাই আশা ছেড়ে দিলেও
তুমি ছেড়ো না।

এসো আমার সঙ্গে এসো আজ
সেজে এসো তোমার যুদ্ধসাজ
হাত নেড়ে তোমায় ডাকছি আজ
ফেলে রেখে এসো তোমার সমস্ত কাজ
আমাদের হাতে সময় অল্প তাই
এসো বন্ধু আজ সবাই হাত লাগাই

পাঁচটা আঙুল হলে একসাথে
তাজমহল বানিয়ে ফেলি এক রাতে
কাঁধে কাঁধ মেলাও
হাতে হাত মেলাও
এসো বন্ধু…

লক্ষ্যণীয় গানের প্রতিটি শব্দ।

রাজনৈতিক মহলের মন্তব্য, এতো কম বয়সে এমন পরিপূর্ণতা রাজ্যের খুব কম নেতার মধ্যেই দেখা গিয়েছে। সেই সঙ্গে আধুনিক সংবাদমাধ্যমগুলিকে যথার্থভাবে ব্যবহারের কৌশলও তাঁর কাছে শিক্ষনীয়।

অনেকেই বলছেন, অভিষেক ক্রমশ জনতার আশীর্বাদে অভিষিক্ত হচ্ছেন। সামনে বিস্তীর্ণ পথ।

Advt

 

spot_img

Related articles

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...