লকডাউনের জেরে সোদপুরে আত্মঘাতী একই পরিবারের তিনজন

সোদপুরে আত্মঘাতী হলেন একই পরিবারের তিনজন ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,মূলত দেনার দায়ে এই পরিস্থিতিকে বেছে নিয়েছে পরিবারটি। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে তদন্ত করছে খড়দহ থানার পুলিশ।
জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন পেশায় জামাকাপড়ের ছোট ব্যবসায়ী সমীর কুমার গুহ। লকডাউন পরিস্থিতিতে একদিকে ব্যবসা ও অন্যদিকে পরিবারের মুখে অন্ন তুলে দিত গিয়ে প্রচুর দেনা হয়ে যায় সমির বাবুর । বেশ কয়েকদিন ধরে চুপচাপ থাকতেন তিনি ।

বেশ কয়েক দিন ধরে তাকে বাইরে খুব একটা দেখা যাচ্ছিল না । এলাকার বাসিন্দারা শুক্রবার সকালে ঘর থেকে গন্ধ বের হতে দেখেন। স্থানীয়রা খড়দহ থানায় খবর দেযন। পুলিশ বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখে স্ত্রী ঝুমা গুহ (48)ও ছেলে বাবাই গুহ(23) কে ধারালো কিছু দিয়ে মেরে সমীরবাবু গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন।
এই ঘটনার পরে সোদপুর বসাক বাগান এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে । সমির বাবু লিখেছেন, তার মৃত্যুর পর তার সম্পত্তি বিক্রি করে সেই টাকা দেনাদারদের যেন মিটিয়ে দেওয়া হয়। পুরো পরিবারের এই মর্মান্তিক পরিণতিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

Advt

Previous articleপোস্তা উড়ালপুল : কবে কোন অংশ ভাঙ্গা হবে জানিয়ে দিল পুরসভা
Next articleবিশ্বজুড়ে জেট গতিতে বেড়েছে খাদ্যশস্যের দাম, ভবিষ্যতেও বাড়বে, বলছে জাতিসংঘের রিপোর্ট