Tuesday, August 26, 2025

মোদি সরকার স্কিৎজোফ্রেনিয়ায় আক্রান্ত: তীব্র আক্রমণ অমর্ত্য সেনের

Date:

কোভিড মোকাবিলায় মোদি সরকারের ভূমিকার কড়া সমালোচনা করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen)। শনিবার, মুম্বইয়ের (Mumbai) একটি অনুষ্ঠানে যোগ দিয়ে অমর্ত্য সেন বলেন, করোনা পরিস্থিতির মোকাবিলা নয়, কেন্দ্রীয় সরকার নিজেদের জাহির করতে চেয়েছে। নোবেলজয়ী অর্থনীতিবিদের নিশানায় মোদি সরকারের কৃতিত্ব জাহিরের চেষ্টা। অমর্ত্য সেন বলেন, নিজের ক্ষমতা কতটা আছে সেটা না বুঝেই পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। এমন একটা ভাব দেখিয়েছে যেন করোনা থেকে সারা বিশ্বকে ভারতই রক্ষা করবে। এটাই স্কিৎসোফ্রেনিয়া (Schizophrenia) বলে তীব্র কটাক্ষ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ।

তিনি বলেন, কেন্দ্রীয় সরকার কাজ না করে কৃতিত্ব নিতেই ব্যস্ত ছিল। দ্বিধাগ্রস্ত থাকায় উপযুক্ত ব্যবস্থা নিতে পারেনি। এর ফলে ভারতবাসী ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রভাব পড়েছে দেশের জীবন-জীবিকার উপর।

কাজ না করে কৃতিত্ব নেওয়ার চেষ্টা কম বুদ্ধি লক্ষণ। সেটাই ভারত করেছে। অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের লেখাকে উদ্বৃত করে ভর্ৎসনা করেন অমর্ত্য সেন।

আরও পড়ুন:আমফানের পর এবার ইয়াসের জেরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে রাজ্যে আসছে কেন্দ্রীয় দল, মিলবে ক্ষতিপূরণ?

মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকেই তাদের বিভিন্ন নীতি নিয়ে কটাক্ষ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। কড়া সমালোচনা করেছেন বর্তমান কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপের। এরফলেই তাঁর সঙ্গে দূরত্ব বেড়েছে বিজেপি নেতৃত্বের। এমনকী, তাঁর বিরুদ্ধে আক্রমণ করতেও পিছপা হয়নি গেরুয়া শিবির। তবে এবার কেন্দ্রীয় সরকারকে স্কিৎজোফ্রেনিযক বলার পরে এখনও কোনো মন্তব্য করেননি বিজেপি নেতৃত্ব।

Related articles

জয়ের ধারা অব্যাহত জর্জের বিরুদ্ধেও, লিগ টেবলে শীর্ষস্থান শক্তিশালী করল ইস্টবেঙ্গল

মঙ্গলবার কলকাতা লিগে ইস্টবেঙ্গল(Eastbengal) ৪-০ গোলে হারাল জর্জ টেলিগ্রাফকে(George Telegraph)। টানা তিনটি ম্যাচে জয় পাওয়ায় গ্রুপ এ-তে ইস্টবেঙ্গলই...

কৃষ্ণনগরে ছাত্রী খুনে এখনও অধরা অভিযুক্ত, পুলিশের হাতে ঘটনার পরমুহূর্তের ছবি!

কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে গুলি করে ছাত্রীকে খুনের ঘটনায় এখনও অধরা অভিযুক্ত প্রেমিক দেশরাজ সিং (Deshraj Singh)। উত্তরপ্রদেশের গোরখপুর...

ডুবিয়েছে “আগে রাম পরে বাম” থিওরি! বিস্ফোরক পোস্ট বাম জমানার প্রয়াত মন্ত্রীর ভাইপোর, এক সুর সূর্যকান্তরও

তৃণমূলকে ঠেকাতে রাজ্যে রাম-বাম (BJP-Left) হাত মিলিয়েছে। কোথাও বামের সমর্থন করেছে বিজেপিকে (BJP)। কোনও উল্টোটা। এই অভিযোগ শাসকদলের...

কাশ্মীরে বন্যা পরিস্থিতি, দুর্যোগে মৃত ৫ তীর্থযাত্রী, স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা

ভয়াবহ বিপর্যয় জম্মু ও কাশ্মীরে। উপত্যকার ডোডা জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত নয় জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।...
Exit mobile version