Thursday, December 25, 2025

শাঁখা-সিঁদুর পরিয়ে ৬ মাস সংসার, তবুও মিলছে না স্ত্রীর স্বীকৃতি !

Date:

Share post:

খায়রুল আলম , ঢাকা: প্রেম করে বিয়ে। তারপর টানা ছ’মাস সংসার। তবুও স্ত্রীর স্বীকৃতি মিলছে না। তাই স্ত্রীর স্বীকৃতির দাবিতে ১১ দিন থেকে ছেলের বাড়িতে অনশন করছে ওই মহিলা। ঘটনাটি ঘটেছে রংপুরের পীরগাছা এলাকায়। মঙ্গলবার বিকালে অনশনরত ওই মহিলাকে দেখা যায় উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের সোনারায় কারবালা গ্রামের হরিশ চন্দ্র বর্মণের বাড়িতে।
জানা গেছে, হরিশ চন্দ্র বর্মেণের ছেলে পংকজ কুমার বর্মণের সঙ্গে একই গ্রামের মামতো বোন ওই মহিলার ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। বাড়িতে কাউকে না জানিয়ে ছয় মাস আগে ওই কলেজ পড়ুয়া ওই মহিলাকে শাঁখা-সিঁদুর পরিয়ে স্ত্রীর মর্যাদা দেন পঙ্কজ। পরে শহরের আলমনগর খামারপাড়া এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে সংসারও শুরু করে তাঁরা।

পড়াশুনোর সুবাদে তাঁরা রংপুরে থাকায় বিয়ের কথা জানতে পারেনি পরিবারের কেউই। সম্প্রতি বিষয়টি ফাঁস হলে সমাধানের জন্য তাঁদেরকে নিজ বাড়িতে নিয়ে আসে ছেলের পরিবার। পরে পূর্ব পরিকল্পিতভাবে ছেলেকে গোপন স্থানে রেখে মেয়েটিকে বেধড়ক মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে।এমতাবস্থায় স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পেরে মেয়েটিকে উদ্ধার করে ছেলেটির বাড়িতে রেখে আসেন।
মেয়েটি জানান, পংকজ কুমার সম্পর্কে তার পিসতুতো ভাই। দীর্ঘ এক বছর ভালোবাসার সম্পর্কের পর ছয় মাস আগে ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে করে একই সঙ্গে রংপুর শহরে ঘরভাড়া নিয়ে ঘর সংসার করছিল তাঁরা। সম্প্রতি সময়ে ছেলে ও তার পরিবারের লোকজন তাদের বাড়িতে তোলার ইচ্ছাপ্রকাশ করে তাঁদের গ্রামের বাড়িত নিয়ে আসে। কিন্তু তাঁকে স্ত্রীর মর্যাদা না দিয়ে শারীরিকভাবে নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে অভিযুক্তরা ।
পীরগাছা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি তরুন কুমার রায় বলেন, ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে সম্পন্ন করেছেন তাঁরা। শুধু অনুষ্ঠান বাকি রয়েছে। যেহেতু ছেলে-মেয়ে উভয়েই সাবালক তাই বিষয়টি জরুরি ভিত্তিতে সমাধান করা উচিত।

তাম্বুলপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল গফুর বলেন, ছেলে পক্ষ রাজী না থাকায় সমাধান করা সম্ভব হচ্ছে না। তবু্ও বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। বিষয়টি ইতিমধ্যেই স্থানীয় থানায় জানানো হয়েছে। এবিষয়ে পীরগাছা থানার পুলিশ কর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। তবে সমাধান না হলে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advt

spot_img

Related articles

ছায়ানটের ঘটনায় প্রতিবাদ! ঢাকা সফর বাতিল রাশিদ-পুত্র আরমানের

ওপার বাংলার সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার প্রতিবাদে সরব হলেন প্রখ্যাত সরোদশিল্পী ওস্তাদ রাশিদ খানের পুত্র...

বাংলাদেশে ফের গণপিটুনিতে মৃত যুবক: গ্রেফতার নিহতেরই সঙ্গী!

চাঁদাবাজ তকমা দিয়ে ফের এক যুবককে পিটিয়ে খুনের ঘটনা বাংলাদেশে। নির্বাচনের (Bangladesh election) মাত্র দুমাস আগে এই ঘটনায়...

বড়দিনে কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড! ভস্মীভূত অন্তত ৫০টি ঝুপড়ি

বড়দিনের আনন্দ মুহূর্তে বিষাদে পরিণত হল খাস কলকাতায়। বৃহস্পতিবার বিকেলে গার্ডেনরিচের পাহাড়পুর এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল...

প্রেমে প্রত্যাখ্যান! তরুণীকে বিষ খাইয়ে খুন প্রেমিকের

প্রেমের প্রস্তাবে (love proposal) রাজি না হওয়ায় তরুণীকে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে। মৃত...