মোদির সঙ্গে দেখা করার পর স্রেফ মাঠের বক্তৃতা দিলেন শুভেন্দু

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুধবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নতুন কোনও কথাই বলতে পারলেন না৷ একাধিক প্রশ্ন এড়িয়ে গেলেন, ভোটপ্রচারে এতদিন যা যা বলেছেন, সেই সব কথাই ফের টেনে আনলেন এবং এক্তিয়ারের বাইরে গিয়ে বললেন,”পশ্চিমবঙ্গে CAA লাগু হবেই”৷

আর ‘যশস্বী’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা প্রসঙ্গে শুভেন্দু বলেছেন, “আজ আমার জীবনের গুরুত্বপূর্ণ দিন৷ ৪৫ মিনিট ওনার সান্নিধ্যে ছিলাম৷ উনি নিজের অভিজ্ঞতা দিয়ে আমাকে আশীর্বাদ করেছেন, উপদেশ দিয়েছেন, উৎসাহিত করেছেন৷ বলেছেন, বিধানসভায় বিরোধী দল হিসাবে বিজেপিকে গণতান্ত্রিক ও সাংবিধানিক পথে ভূমিকা পালন করতে হবে৷ বাংলাকে এগিয়ে নিয়ে যেতে বিরোধী নেতা হিসাবে আমার ভূমিকা কেমন হবে, সেকথাও বলেছেন প্রধানমন্ত্রী৷”

এর বাইরে শুভেন্দু এদিন স্রেফ মাঠের বক্তৃতাই দিয়েছেন৷ সব প্রশ্নের জবাবেই সেই তৃণমূলের অত্যাচার, তৃণমূলের দুর্নীতি ইত্যাদি বিষয় নিয়ে কথা বলেই সময় কাটিয়েছেন৷

তবে তার ফাঁকেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ‘তুষ্ট’ করার কাজ গুরুত্ব দিয়েই করেছেন শুভেন্দু৷ এক প্রশ্নের উত্তরে এদিন শুভেন্দু বলেন, “মঙ্গলবার রাজ্য কমিটির বৈঠকে দিলীপদা যা সিদ্ধান্ত নিয়েছেন, তাতে আমার পূর্ণ সমর্থন আছে৷ আমরা একইসঙ্গে বৈঠকে গৃহীত সিদ্ধান্ত কার্যকর করতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো৷ দিলীপদা সামনে দাঁড়িয়ে নির্বাচনের সময় দলকে নেতৃত্ব দিয়েছেন৷ ওনার প্রতিটি সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত”৷ এদিন দিলীপ ঘোষ প্রসঙ্গে শুভেন্দু’র যাবতীয় মন্তব্যে রাজনৈতিক মহলের কাছে এটা স্বচ্ছ হয়েছে, এই দিল্লি-সফরে দলের শীর্ষ নেতৃত্ব শুভেন্দুকে বার্তা দিয়েছেন, দিলীপ ঘোষের সঙ্গে সহযোগিতা না করলে ভবিষ্যতে সমস্যায় পড়তে হবে তাঁকে৷ সেই সতর্কবার্তা মাথায় রেখেই এদিন দিলীপ-স্তুতিতে কার্পণ্য করেননি শুভেন্দু অধিকারী ৷

আরও পড়ুন-‘কৃষক আন্দোলনকে পূর্ণ সমর্থন’, অবিজেপি মুখ্যমন্ত্রীদের একজোট হওয়ার ডাক মমতার

শুভেন্দু এদিন ‘সতীর্থ’ রাজীব বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পোস্ট ঘিরে কোনও মন্তব্য করতে অস্বীকার করেন৷ মুকুল রায় প্রসঙ্গেও মুখ খোলেননি৷ ফেরার বিনয় মিশ্র সম্পর্কে বলেছেন, ‘কোন পুলিশ বিনয়কে ভেরিফিকেশন সার্টিফিকেট দিয়েছে, তা খোঁজা হচ্ছে’৷ রাজ্যের পঞ্চায়েতগুলিতে দুর্নীতি হচ্ছে, তা কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রীকে তিনি বলেছেন৷ রাজ্যের তিন বিজেপি সাংসদ, সৌমিত্র খাঁন, অর্জুন সিং এবং নিশীথ প্রামানিককে এদিনই দিল্লিতে তলব করার প্রসঙ্গটিকে হালকা করে দিয়ে বলেছেন, “ওরা তো প্রায়ই দিল্লিতে আসেন স্ট্যাণ্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে৷ তেমনই হয়তো এসেছেন, আমার সঙ্গে দেখা হয়নি”৷

এবং শুভেন্দু বলেছেন, “বাংলা ভারতের বাইরে নয়, দেশের পাঁচ রাজ্যে CAA- NRC চালু হয়েছে৷ বাংলাতেও হবে৷”

Advt

Previous article‘কৃষক আন্দোলনকে পূর্ণ সমর্থন’, অবিজেপি মুখ্যমন্ত্রীদের একজোট হওয়ার ডাক মমতার
Next articleটোকিও অলিম্পিক্সের আগে নতুন স্পনসরের খোঁজে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন