বজ্রপাতে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে আজ হুগলিতে অভিষেক

হুগলিতে বজ্রাঘাতে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে আজ যাবেন দুপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন দুপুরে তিনি তারকেশ্বর হাইস্কুল মাঠে হেলিকপ্টারে নেমে স্বজনহারা পরিবারগুলির সঙ্গে দেখা করবেন। তাঁদের প্রতি সমবেদনা জানাবেন।

ইতিমধ্য গত সোমবার এই মর্মান্তিক বিপর্যয়ের পর মৃতদের পরিবারগুলির হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে দু’লক্ষ টাকা করে সাহায্যের চেক তুলে দেওয়া হয়েছে। মন্ত্রী বেচারাম মান্না (Becharam Manna), প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব গিয়ে তাদের হাতে সাহায্যে পৌঁছে দিয়েছেন।

সোমবার বিকালে বজ্রাঘাতে হুগলির ১১ জনের মৃত্যু হয়। এর মধ্য খানাকুলের রয়েছেন চারজন। গোঘাটের নরসিংদীতে মারা গেছেন একজন। তারকেশ্বরের নাইটা মা মাল পাহাড়পুর পঞ্চায়েতের দুই কৃষকের মৃত্যু হয়। হরিপাল ও সিঙ্গুর ও নসিবপুরে এক গৃহবধুর মৃত্যু হয়। পোলবার মহানাদ বাগানপাড়ায় এক মহিলার মৃত্যু হয়। শোকের ছায়া নেমে আসে জেলা জুড়ে।

আরও পড়ুন- নিউটাউন এনকাউন্টার: বাড়ি মালিকদের উদাসীনতায় শহর-শহরতলী হয়ে উঠেছে দুষ্কৃতীদের “নিরাপদ আশ্রয়”

Advt

 

Previous articleনিউটাউন এনকাউন্টার: বাড়ি মালিকদের উদাসীনতায় শহর-শহরতলী হয়ে উঠেছে দুষ্কৃতীদের “নিরাপদ আশ্রয়”
Next articleএক নজরে রাজ্যে পুলিশ-দুষ্কৃতী এনকাউন্টারের ইতিহাস