ফ্রেঞ্চ ওপেনের( French open) সেমিফাইনালে পৌঁছে গেলেন নোভাক জোকোভিচ( Novak Djokovic)। এরফলে সেমিফাইনালে হতে চলেছে রাফায়েল নাদাল (Rafael Nadal) বনাম জোকোভিচ লড়াই।

এদিন কোয়ার্টার ফাইনালে ইতালির মাতেয়ো বেরেত্তিনিকে হারান জোকার। ম্যাচের ফলাফল ৬-৩, ৬-২, ৬-৭ (৫-৭), ৭-৫। প্রথম সেটে একবার এবং দ্বিতীয় সেটে দু’বার জোকোভিচের সামনে দাড়াতেই পারেননি বেরেত্তিনি। তৃতীয় এবং চতুর্থ সেটে ঘুরে দাঁড়ান বেরেত্তিনি। তৃতীয় সেট গড়ায় টাইব্রেকারে। শেষমেশ লড়াই জিতে সেলিব্রেশনে মাতেন জোকার।

শুক্রবার সেমিফাইনালে ফিলিপে শাঁতিয়ের কোর্টে মুখোমুখি হবেন নাদাল-জোকোভিচ।

আরও পড়ুন:প্রয়াত বক্সার ন্যাংগম ডিঙ্কো সিং

