করোনা রোগীর দেহ সৎকারে দিতে হচ্ছে টাকা, অভিযোগ পেয়ে ব্যবস্থা পুরসভার

প্রতীকী চিত্র।

করোনায় মৃত রোগীর পরিবার পরিজনের কাছ থেকে চাপ দিয়ে টাকা আদায়ের অভিযোগে বরখাস্ত হলেন পুরসভার শববাহী গাড়ির চালক এবং বেসরকারি সংস্থার নিরাপত্তাকর্মী-সহ মোট ৫ জন। দীর্ঘ দিন ধরেই এই টাকা তোলার কথা শোনা গেলেও লিখিত অভিযোগ সামনে আসেনি। এবার তা আসতেই পদক্ষেপ করে কলকাতা পুরসভা কর্তৃপক্ষ।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, পরিবারের লোকেদের শ্মশানে দাহ করাতে নিয়ে যাওয়ার সময় গাড়ির চালক থেকে শ্মশান কর্মীদের টাকা দিতে হত। যাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন পুরসভার শববাহী গাড়ির চালক ও হেল্পার মিলিয়ে ৩ জন, ১ জন বেসরকারি সংস্থার নিরাপত্তাকর্মী এবং ১ কেওড়াতলা শ্মশানের কর্মী।

টাকা তোলার এই খেলা শুরু হত  মৃতের ডেথ সার্টিফিকেট দেওয়া থেকে। পরে গাড়িতে দেহ নিয়ে যাওয়া এবং শেষে শ্মশানে দাহ করতে গিয়েও টাকা দিতে হত। অভিযোগ করোনা আক্রান্ত রোগীর দেহ দাহের আগেই ৫ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত দিতে হত।

অভিযোগ থাকলেও তা লিখিত আকারে আসেনি বলে পুরসভা নির্দিষ্ট করে ব্যবস্থা নিতে পারছিল না। ৪ দিন আগে পর পর ৩টি অভিযোগ সামনে আসতেই তৎপর হয় পুরসভা। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করে।

পুরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক তথা বিধায়ক অতীন ঘোষ বৃহস্পতিবার জানিয়েছেন, “সিরিটি ও কেওড়াতলা দুই শ্মশানেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সঙ্গে যে টাকা তোলা হয়েছিল তা মৃতের পরিজনকে ফিরিয়ে দেওয়া হয়। আর নিরাপত্তাকর্মী টাকা নিতে গিয়েই হাতে নাতে ধরা পড়েছেন।”

তপসিয়ায় পুরসভার মর্গের কাছে ডেথ সার্টিফিকেট বার করে দেওয়ার নামে টাকা নেওয়া হচ্ছিল। ধরা পড়ে যান ১ নিরাপত্তাকর্মী।