ভরা কোটালের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে ঢুকল বর্ষা।আগামী দু থেকে তিন দিনের মধ্যেই গোটা রাজ্যে ঢুকে পড়বে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার উওর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের হাত ধরেই দিনভর রাজ্যের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও, ভরা কোটালের বিধ্বংসী রূপ তেমনভাবে কোথাও দেখা যায়নি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আরও শক্তিশালী হবে। ফলে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলাগুলিতে বইতে পারে ঝোড়ো হাওয়াও।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুত্সহ বৃষ্টি হবে।এর মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও হাওড়ায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বর্ষা ঢোকার পাশাপাশি ছিল অমাবস্যার ভরা কোটাল। তবে,এদিন হাওড়া-হুগলিতে গঙ্গাবক্ষে বাণ এলেও তার তীব্রতা তেমন লক্ষ্য করা যায়নি। আবহাওবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে সরতে শুরু করেছে। এর প্রভাবে ওড়িশায় প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা রয়েছে।

এদিকে আজ বঙ্গে বর্ষা প্রবেশের পাশাপাশি প্রবল বৃষ্টিতে ভাসল বাণিজ্যনগরী, মুম্বই। সান্তাক্রুজে শুক্রবার ১০৭ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। এছাড়াও জলমগ্ন কোলাবা, দাদার, আন্ধেরী, মাহিমের একাধিক এলাকা।
