Sunday, August 24, 2025

‘আমাকে অনেক লজ্জা দিয়েছে, তবু পুত্র তো’, চোখের জল মুছে বললেন ভুল্লারের বাবা

Date:

Share post:

এনকাউন্টারে খতম হয়েছিল দুষ্কৃতী জয়পাল ভুল্লার। বৃহস্পতিবার সন্ধেয় ছেলের মৃতদেহ নিতে কলকাতায় এসেছিলেন জয়পালের বাবা পাঞ্জাব পুলিশের অবসরপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর ভূপিন্দর সিং ভুল্লার। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, “ও আমাকে অনেক লজ্জা দিয়েছে। পুলিশ জানাল, আপনার ছেলেকে মেরে দেওয়া হয়েছে”।

 

ছিনতাই-তোলাবাজির মতো ঘেরাটোপ থেকে জয়পাল সিং ভুল্লার তার নিজের পিঠে পাঞ্জাব পুলিশের ‘প্রথম সারির’ অপরাধীর তকমাটা বসিয়ে নিয়েছিল। বুধবার দুপুরে, নিউটাউনের সুখবৃষ্টি আবাসনে রাজ্য পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে দেশের অন্যতম এই ‘মোস্ট ওয়ান্টেড’ অপরাধীর মৃত্যু হয়েছে এনকাউন্টারে।

আরও পড়ুন-নিউটাউন এনকাউন্টার: জয়পালের আইএসআই-হিজবুল যোগ স্পষ্ট, টাকার সোর্স হাওলা

পাঞ্জাব পুলিশের অবসরপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর ভূপিন্দর সিং ভুল্লার আদতে ফিরোজপুরের বাসিন্দা। পুলিশের গুলিতেই ছেলের প্রাণ হারানোর খবর পেয়ে সংবাদমাধ্যমের সামনে তিনি চোখের জল ফেলতে ফেলতে বলেন, “ও আমাকে অনেক লজ্জা দিয়েছে। তবে, আর যাই হোক, নিজের ছেলে তো, মনটা ভেঙে যাচ্ছে।” তিনি আরও জানান, ছেলে যে বিপথে যাচ্ছে, ব্যস্ততার মধ্যেই তা আঁচ করতে পারছিলেন তিনি। তাই যে থানাতেই পোস্টিং হক, জয়পালকে থানার কোয়ার্টারে নিজের কাছে রাখার চেষ্টা করতেন। তিনি জানান, এই সময় ফিলোর পিলিশ ট্রেনিং অ্যাকাডেমিতে ৬ মাসের জন্য প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন। ওই সময় জয়পাল তাঁর সঙ্গে ছিল না।

ভূপিন্দর সিং ভুল্লার বলেন, “আমাকে পুলিশ জানিয়েছিল, আপনার ছেলেকে মেরে দেওয়া হয়েছে। ডেড বডি নিতে এসেছি। এর বেশি আর কী বা বলব!”

spot_img

Related articles

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...