Thursday, January 22, 2026

‘আমাকে অনেক লজ্জা দিয়েছে, তবু পুত্র তো’, চোখের জল মুছে বললেন ভুল্লারের বাবা

Date:

Share post:

এনকাউন্টারে খতম হয়েছিল দুষ্কৃতী জয়পাল ভুল্লার। বৃহস্পতিবার সন্ধেয় ছেলের মৃতদেহ নিতে কলকাতায় এসেছিলেন জয়পালের বাবা পাঞ্জাব পুলিশের অবসরপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর ভূপিন্দর সিং ভুল্লার। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, “ও আমাকে অনেক লজ্জা দিয়েছে। পুলিশ জানাল, আপনার ছেলেকে মেরে দেওয়া হয়েছে”।

 

ছিনতাই-তোলাবাজির মতো ঘেরাটোপ থেকে জয়পাল সিং ভুল্লার তার নিজের পিঠে পাঞ্জাব পুলিশের ‘প্রথম সারির’ অপরাধীর তকমাটা বসিয়ে নিয়েছিল। বুধবার দুপুরে, নিউটাউনের সুখবৃষ্টি আবাসনে রাজ্য পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে দেশের অন্যতম এই ‘মোস্ট ওয়ান্টেড’ অপরাধীর মৃত্যু হয়েছে এনকাউন্টারে।

আরও পড়ুন-নিউটাউন এনকাউন্টার: জয়পালের আইএসআই-হিজবুল যোগ স্পষ্ট, টাকার সোর্স হাওলা

পাঞ্জাব পুলিশের অবসরপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর ভূপিন্দর সিং ভুল্লার আদতে ফিরোজপুরের বাসিন্দা। পুলিশের গুলিতেই ছেলের প্রাণ হারানোর খবর পেয়ে সংবাদমাধ্যমের সামনে তিনি চোখের জল ফেলতে ফেলতে বলেন, “ও আমাকে অনেক লজ্জা দিয়েছে। তবে, আর যাই হোক, নিজের ছেলে তো, মনটা ভেঙে যাচ্ছে।” তিনি আরও জানান, ছেলে যে বিপথে যাচ্ছে, ব্যস্ততার মধ্যেই তা আঁচ করতে পারছিলেন তিনি। তাই যে থানাতেই পোস্টিং হক, জয়পালকে থানার কোয়ার্টারে নিজের কাছে রাখার চেষ্টা করতেন। তিনি জানান, এই সময় ফিলোর পিলিশ ট্রেনিং অ্যাকাডেমিতে ৬ মাসের জন্য প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন। ওই সময় জয়পাল তাঁর সঙ্গে ছিল না।

ভূপিন্দর সিং ভুল্লার বলেন, “আমাকে পুলিশ জানিয়েছিল, আপনার ছেলেকে মেরে দেওয়া হয়েছে। ডেড বডি নিতে এসেছি। এর বেশি আর কী বা বলব!”

spot_img

Related articles

লক্ষাধিক নেতা-কর্মীদের নিয়ে শনিবার ভার্চুয়াল বৈঠক অভিষেকের 

আজ নয়, শনিবার লক্ষাধিক নেতা-কর্মীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

গ্রিনল্যান্ড নিয়ে শীঘ্রই চুক্তি! ‘আনন্দে’ ইউরোপীয় দেশগুলির উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের

গ্রিনল্যান্ড ইস্যুতে সম্প্রতি ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, নেদারল্যান্ড এবং ফিনল্যান্ডের পণ্যের উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক...

বৃহস্পতিতে বেপাত্তা শীত! সরস্বতী পুজোয় উষ্ণতার ছোঁয়া দক্ষিণবঙ্গে

একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে উধাও শীতের (Winter Spell) দাপুটে ইনিংস। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে,...

আজ ৪৯-তম কলকাতা বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, অক্ষরের মহোৎসব ঘিরে উন্মাদনা তুঙ্গে

বসন্ত পঞ্চমীর প্রাক-লগ্নে বই প্রেমীদের মহোৎসবের সূচনা হতে চলেছে সল্টলেক সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গণে। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে...