Friday, January 23, 2026

রাজ্যে সিন্ডিকেটরাজ বরদাস্ত নয়, হুঁশিয়ারি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি, আগরতলা:

রাজ্যের মধ্যে কোনওমতেই সিন্ডিকেটরাজ বরদাস্ত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
তিনি জানান, রাজ্যে সিন্ডিকেটরাজ কোনও মতেই সহ্য করা হবে না। এখনকার রাজ্য সরকার ত্রিপুরার মানুষের উন্নতি এবং ভালোর জন্য স্বচ্ছতার সঙ্গে কাজ করছে এবং এই ভাবেই কাজ করতে বদ্ধপরিকর। যদি কেউ দুর্নীতি করে, তোলাবাজি বা সিন্ডিকেটরাজ করে তাহলে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।’
জিরানিয়া মহকুমার মাধববাড়ি আন্তঃরাজ্য ট্রাক টারমিনাস এবং জিরানিয়া রেল ইয়ার্ড পরিদর্শন করার পরে এই কথা বলেন বিপ্লব দেব।
এরই পাশাপাশি তিনি জানিয়েছেন, এই দুটি জায়গার পরিচালনা নিয়ে তাঁদের কাছে অনেক অভিযোগ এসেছে। বিভিন্ন সংস্থা এবং পরিবহনের সঙ্গে যুক্ত সকলকে নিয়ে বসে আলোচনা করে ঠিক করা হবে কী করে এই আন্তঃরাজ্য ট্রাক টারমিনাস এবং পরিবহন সংক্রান্ত কাজ স্বচ্ছতার সঙ্গে করা যায়। এই নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য রাজ্যের পরিবহনমন্ত্রী এবং বিভাগীয় আধিকারিদের নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, সেখানে যে বৈঠক হয় তাতে পরিবহন মন্ত্রী এবং আধিকারিকরা মুখ্যমন্ত্রীকে জানান সেখানে কি কি সমস্যা আছে এবং আন্তঃরাজ্য পরিবহন নিয়ে কি করা উচিত তা নিয়েও বেশ কিছু মতামত দেওয়া হয় । এখন ট্রাক চালক এবং এই পরিবহন ব্যবস্থার সঙ্গে জড়িতরা নানা রকম সমস্যার মধ্যে পড়ছেন বলেও সেখানে বলা হয়েছে।

ওই বৈঠকের পরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, ‘এখন করোনার সময় এই পরিস্থিতিতে পরিবহণের সঙ্গে যুক্ত কর্মী এবং সকলেই নানা রকম সমস্যার মুখোমুখি হচ্ছেন এবং কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হচ্ছে তাদেরকেও । এটা কোনও মতেই কাম্য ছিল না। এমনকি ট্রাক মালিকরা তাঁদের ব্যাঙ্কে ঋণের কিস্তির টাকা দিতে গিয়েও সমস্যার মধ্যে পড়ছেন। পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত রাজ্যের সবাই যাতে আয় করতে পারে সেটা আমরা চাইছি।

spot_img

Related articles

বিরাট কর্মযজ্ঞ, দারুন সাড়া, ডায়মন্ড হারবার সেবাশ্রয়ে দিনে ২৫ হাজার মানুষের চিকিৎসা

মণীশ কীর্তনিয়া ডায়মন্ড হারবার টাউনের ২ নম্বর ওয়ার্ডের বন্ধন পাঠক। ৯ বছর বয়সেই হার্টে ছিদ্র। এদিক-ওদিক ঘুরে চিকিৎসার সুবিধে...

প্রতিটি বিভাগে কত বেড ফাঁকা, ডিজিটাল প্ল্যাটফর্মে জানাতে হবে! নির্দেশ আদালতের

রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে প্রতিটি বিভাগে কত বেড ফাঁকা রয়েছে তা ওয়েবসাইটে 'ডিজিটাল প্লাটফর্ম'-এ প্রকাশের নির্দেশ দিল কলকাতা...

খড়্গপুর পুরবোর্ড ভেঙে প্রশাসক বসাল নবান্ন

জল্পনা চলছিলই, শেষমেশ তাতে সিলমোহর দিল রাজ্য সরকার।খড়্গপুর পুরবোর্ড ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর। বৃহস্পতিবার সন্ধ্যায় এই...

সাক্ষী হয়েও শ্রীঘরে! নন্দীগ্রামের বিজেপি কর্মীর পাশে তৃণমূল, জামিন পেয়ে ঘরে ফিরলেন ইন্দুবালা

ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা! ২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলনের সময়কার একটি গণধর্ষণের মামলায় সাক্ষী হয়েও সিবিআইয়ের হাতে গ্রেফতার...