ব্রাজিলেই বসতে চলেছে কোপা আমেরিকার আসর, জানিয়ে দিল সে দেশের শীর্ষ আদালত

ব্রাজিলেই ( brazil) বসতে চলেছে কোপা আমেরিকার ( copa America )আসর। বৃহস্পতিবার রাতে জানিয়ে দিল ব্রাজিলের সুপ্রিম কোর্ট। করোনার কারণে কোপা আমেরিকা ব্রাজিলে বন্ধ করতে চেয়ে সে দেশের আদালতে দুটি মামলা দায়ের করা হয়েছিল। বৃহস্পতিবার তা খারিজ করে দেয় ব্রাজিলের শীর্ষ আদালত।

এদিন আদালতের পক্ষ থেকে বলা হয়, “যদি কোনও প্রদেশ কোপার ম্যাচ আয়োজন করতে না চায়, তাহলে তারা সেটা করতেই পারে। কিন্তু দেশের শীর্ষ আদালতের পক্ষে এ ভাবে প্রতিযোগিতা থামিয়ে দেওয়া সম্ভব নয়।”

বৃহস্পতিবার ১১ জন বিচারকের অধিনে বসেছিল এই প‍্যানেল। সেখানে ১১ জন বিচারকের প্রত্যেকেই ব্রাজিলে কোপা হওয়া নিয়ে একমত জানান। তবে কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে  গোটা প্রতিযোগিতা জুড়ে কড়া নিরাপত্তাবিধি মেনে চলতে হবে। কোনও নিয়ম শিথিল করতে দেওয়া যাবে না।

আরও পড়ুন:সাগর রানা কাণ্ডে আরও একজনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ

Previous article‘এক দেশ এক রেশন কার্ড’ নীতি অবিলম্বে বাংলায় লাগু করার নির্দেশ শীর্ষ আদালতের
Next articleরাজ্যে সিন্ডিকেটরাজ বরদাস্ত নয়, হুঁশিয়ারি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর