শুভ পালকে(shuba paul) শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়( Chief Minister Mamata Banerjee)। সালকিয়ার ১৭ বছরের ছেলে জায়গা করে নিয়েছে বায়ার্ন মিউনিখের অনুর্ধ্ব ১৯ মতন দলে। শুভ পালের ঠিকানা এখন বায়ার্ন মিউনিখ। আর এই কারণে শুক্রবার শুভ পালকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী।

এদিন টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,” শুভ তোমাকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। মাত্র ১৭ বছর বয়সে বায়ার্নের দলে জায়গা করে নেওয়া সোজা ব্যাপার নয়। কিন্তু গোটা দেশকে গর্বিত করে তুমি সেই জায়গা অর্জন করেছো। তোমার জন্য আমরা সবাই গর্বিত।”


My heartiest congratulations to Subho Paul, who has been selected to represent FC Bayern Munich World Squad in Germany.
At the young age of 17, he has shown the world what football truly means to Bengal – beyond sport, it's an emotion.
Proud moment for our country.
— Mamata Banerjee (@MamataOfficial) June 11, 2021
৬৪টি দেশ থেকে ৬৫৪ জন ফুটবলারের পরীক্ষা নিয়েছিল বায়ার্ন মিউনিখ। সেখান থেকে ১৫ জনের দলে জায়গা করে নেয় সুদেভা এফসির এই ফুটবলার।

আরও পড়ুন:ক্লে কোর্টে দুরন্ত জয় জোকোভিচের, প্রথম বার সেমিফাইনালে হেরে ফরাসি ওপেন থেকে বিদায় নিলেন নাদাল

