Thursday, November 13, 2025

চরবৃত্তির অভিযোগে ধৃত চিনা নাগরিককে ৬ দিনের পুলিশ হেফাজত দিল আদালত

Date:

চরবৃত্তির অভিযোগ ভারতে অনুপ্রবেশকারী চিনা (China) নাগরিক হান জুনবেকে ৬ দিনের পুলিশ হেফাজতে পাঠাল মালদহ (Maldah) আদালত। তার কাছ থেকে বহু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে খবর। বিএসএফ জানিয়েছে হান জুনবে নামের ওই চিনা নাগরিকের বিরুদ্ধে বিদেশি আইনের (Foreign Act) ১৪ বি ধারা অর্থাৎ বৈধ নথি ছাড়া ভারতে আনুপ্রবেশের অপরাধে মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তদন্তের সুবিধায় এর সঙ্গে আরও কয়েকটি ধারা যোগ করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর। তবে আপাতত তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় কালিয়াচক থানার পুলিশ। প্রয়োজনে দেশের সব কটি থানাকে এ ব্যাপারে সতর্ক করা হতে পারে।

 

মালদার মিলিক সুলতানপুর সীমান্ত এলাকা থেকে ওই চিনা নাগরিককে গ্রেফতার করেছিল বিএসএফ। যখন সে অবৈধ ভাবে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিলো তখন তাকে গ্রেফতার করে বি এস এফ। ১৪ এবি ফরেন অ্যাক্ট এ শনিবার তাকে মালদহ জেলা আদালতে সাত দিনের রিমান্ড চেয়ে তোলা হবে। গতকাল শুক্রবার এই ব্যাক্তিকে জেরা করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। উত্তর প্রদেশের এটিএস এর টিম মালদায় এসে জেরা করার পর কালিয়াচক পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে সূত্রের খবর জেলা পুলিশকে দিলেও এটিএস তাকে রিমান্ডে নিতে পারে।

অনুপ্রবেশকারীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য সীমান্ত চৌকি মহাদীপুরে রাখা হয়েছিল।জিজ্ঞাসাবাদের সময় এই চিনা অনুপ্রবেশকারী তার নাম বলেছে হান জুনবে(৩৬)। তিনি চিনের হুবাইয়ের বাসিন্দা। জিজ্ঞাসাবাদ করে এবং পাসপোর্ট উদ্ধার করে জানা যায় সে চলতি বছরের ২ জুন ব্যবসায়িক ভিসা নিয়ে ঢাকা , বাংলাদেশে পৌঁছেছিল। সেখানে একজন চিনা বন্ধুর সাথে থেকেছে । তারপরে ৮ জুন সোনা মসজিদ , জেলা চাঁপাই নবাবগঞ্জে (বাংলাদেশ) আসে এবং একটি হোটেলে ছিল । ১০ জুন যখন সে ভারতীয় সীমান্তের ভিতরে প্রবেশ করছিলো , তখন তাকে সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরা ধরে ফেলে।

জিজ্ঞাসাবাদে সে বলেছে যে এর আগেও চারবার ভারতে এসেছিলো। ২০১০ সালে হায়দরাবাদ এবং ২০১৯ সালের পরে তিনবার দিল্লি গুরুগ্রামে এসেছিলো । তার কথা মতো গুরুগ্রামে তাঁর একটি হোটেল আছে।

Related articles

SIR আতঙ্কে মৃত্যু রাষ্ট্রীয় হত্যা! শ্যামলকুমার সাহার মৃত্যুতে শাহকেই দায়ী করলেন দেবাংশু

নদিয়ার তাহেরপুরের কালীনারায়ণপুর মণ্ডলপাড়ায় ক’দিন আগেই এসআইআর-আতঙ্কে মৃত্যু হয় সত্তরোর্ধ্ব শ্যামলকুমার সাহার। বৃহস্পতিবার মৃত শ্যামল সাহার বাড়িতে যান...

SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় কোচবিহারে পদযাত্রা অভিষেকের

যে কোচবিহার থেকে নবজোয়ার যাত্রা শুরু করেছিলেন, SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় সেই কোচবিহারে যাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

এই এসআইআর-লজ্জা! সংবিধান-প্রণেতা কমিটি সদস্যের পরিবারের নাম নেই ভোটার তালিকায়

আজব-কাণ্ড। প্রমাণিত এই এসআইআর-লজ্জা! এ এমনই এসআইআর যে, নাম নেই দেশের সংবিধান-প্রণেতা কমিটির সদস্যের উত্তরাধিকারীদেরই। এমনকী তাঁর বাড়িটিকেই...

ভোটার তালিকার স্বচ্ছতা যাচাইয়ে আগামী সপ্তাহে রাজ্যে কমিশনের প্রতিনিধি দল

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আরও এক দফা নড়াচড়া শুরু করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী সপ্তাহেই রাজ্যে...
Exit mobile version