সাতসকালে কবিগুরু স্মরণে রাজ্যপাল, ‘উদ্বিগ্ন’ রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে

‘রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি গুরুতর। ভোট-পরবর্তী হিংসায় রাজ্যের নানান প্রান্তে আক্রান্ত হচ্ছেন বিরোধীরা।’ এমনই অভিযোগ তুলে সরকারের বিরুদ্ধে বারবার সরব হতে দেখা গিয়েছে রাজ্যপাল(Governor) জগদীপ ধনকড়কে(Jagdeep Dhankar)। শনিবারও তার ব্যতিক্রম হল না। কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। অভিযোগ তুললেন, ‘ভয়ের আবহে গণতন্ত্র(democracy) টিকে থাকতে পারে না।’

ভোট পরবর্তী হিংসা নিয়ে শনিবার সাতসকালে এক টুইটে কবিগুরু রবীন্দ্রনাথকে হাতিয়ার করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি লেখেন, ”ভয়কে জয় করার মন্ত্র শিখিয়েছিলেন চাণক্য। কবিগুরু শিখিয়েছিলেন, ‘চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির’। ভয়ের আবহে গণতন্ত্র কখনওই টিকে থাকতে পারে না।” টুইটটি আবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ট্যাগ করেন রাজ্যপাল। যদিও এই ঘটনা প্রথমবার নয়, গত শুক্রবারও সরকার ও পুলিশকে নিশানায় নিয়ে আক্রমণ শানাতে দেখা গিয়েছিল ধনকড়কে। রীতিমতো আক্রমণের সুরে তিনি টুইট করেছিলেন, ‘রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার মুখে। ভোট পরবর্তী হিংসায় মদত রয়েছে সরকারের। মুখ্যমন্ত্রী ও পুলিশের ভূমিকা তারই প্রমাণ।’

আরও পড়ুন:কলকাতায় ফের বাড়ল জ্বালানির দাম, মাথায় হাত মধ্যবিত্তের

যদিও ধনকড়ের এই টুইটবাণকে বিশেষ পাত্তা দিতে নারাজ শাসক দল। তৃণমূলের তরফে সরাসরি অভিযোগ তোলা হয়েছে শুধুমাত্র ট্যুইট করার জন্য রাজ্যপালকে এরাজ্যে রেখে দিয়েছে বিজেপি। ধনকড়কে আক্রমণ শানিয়ে কুণাল ঘোষ বলেন, ‘সাংবিধানিক পদের মর্যাদা লঙ্ঘণ করে রাজভবনকে দিল্লির শাসকদল অ্যাজেন্ডা পূরণের জন্য ব্যবহার করছে। ভোটে বিজেপির পতনে রাজ্যপাল হতাশায় ভুগছেন। তাই তাঁর এরকম বক্তব্য।’

Previous articleকলকাতায় ফের বাড়ল জ্বালানির দাম, মাথায় হাত মধ্যবিত্তের
Next articleলাজপত নগরে কাপড়ের শোরুমে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৩০টি ইঞ্জিন